Gardening tips for Tulsi Plant: ছোট্ট কাজেই বাজিমাত! শত গরমেও শুকোবে না তুলসিগাছ

Last Updated:
Gardening tips for Tulsi Plant: অনেক সময়েই দেখা যায়, তুলসিগাছ ঠিকমতো বেড়ে উঠছে না। পল্লবিত হওয়ার বদলে শুকিয়ে যাচ্ছে। কিছু নিয়ম মানলেই তুলসিগাছ শুকিয়ে যাবে না। বছরভর সতেজ থাকবে।
1/10
তুলসিগাছ সাংসারিক ও আধ্যাত্মিক জীবনে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ।
তুলসিগাছ সাংসারিক ও আধ্যাত্মিক জীবনে অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ।
advertisement
2/10
ভেষজ গুণ এবং আধ্যাত্মিক ক্ষেত্রে ভূমিকার জন্য গৃহস্থ বাড়িতে তুলসিগাছ থাকে আলো করে।
ভেষজ গুণ এবং আধ্যাত্মিক ক্ষেত্রে ভূমিকার জন্য গৃহস্থ বাড়িতে তুলসিগাছ থাকে আলো করে।
advertisement
3/10
কিন্তু অনেক সময়েই দেখা যায়, তুলসিগাছ ঠিকমতো বেড়ে উঠছে না। পল্লবিত হওয়ার বদলে শুকিয়ে যাচ্ছে।
কিন্তু অনেক সময়েই দেখা যায়, তুলসিগাছ ঠিকমতো বেড়ে উঠছে না। পল্লবিত হওয়ার বদলে শুকিয়ে যাচ্ছে।
advertisement
4/10
কিছু নিয়ম মানলেই তুলসিগাছ শুকিয়ে যাবে না। বছরভর সতেজ থাকবে।
কিছু নিয়ম মানলেই তুলসিগাছ শুকিয়ে যাবে না। বছরভর সতেজ থাকবে।
advertisement
5/10
যাতে দিনভর পর্যাপ্ত সূর্যালোক পায়, এমন জায়গায় রাখুন তুলসিগাছ। দেখবেন এর গোড়ায় যেন জল না দাঁড়ায়।
যাতে দিনভর পর্যাপ্ত সূর্যালোক পায়, এমন জায়গায় রাখুন তুলসিগাছ। দেখবেন এর গোড়ায় যেন জল না দাঁড়ায়।
advertisement
6/10
নিয়মিত জল দেবেন তুলসিগাছে। গাছের গোড়া আর্দ্র থাকবে কিন্তু জল জমবে না। যখনই তুলসিগাছের গোড়া শুকিয়ে যাবে, তখনই জল দেবেন।
নিয়মিত জল দেবেন তুলসিগাছে। গাছের গোড়া আর্দ্র থাকবে কিন্তু জল জমবে না। যখনই তুলসিগাছের গোড়া শুকিয়ে যাবে, তখনই জল দেবেন।
advertisement
7/10
তুলসিগাছের প্রুনিং করতে ভুলবেন না। শুকনো পাতা ফেলে দিন। ছেঁটে ফেলুন শুকনো ডাল। কারণ এই গাছের শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে।
তুলসিগাছের প্রুনিং করতে ভুলবেন না। শুকনো পাতা ফেলে দিন। ছেঁটে ফেলুন শুকনো ডাল। কারণ এই গাছের শুকিয়ে যাওয়ার প্রবণতা থাকে।
advertisement
8/10
চালের জল, আনাজপাতির খোসা জৈব সার হিসেবে দিন গাছে। রাসায়নিক সার ব্যবহার করবেন না।
চালের জল, আনাজপাতির খোসা জৈব সার হিসেবে দিন গাছে। রাসায়নিক সার ব্যবহার করবেন না।
advertisement
9/10
পোকামাকড়, কীটপতঙ্গের আক্রমণ থেকে মুক্ত রাখুন তুলসিগাছকে। নিমতেল স্প্রে করুন গাছে।
পোকামাকড়, কীটপতঙ্গের আক্রমণ থেকে মুক্ত রাখুন তুলসিগাছকে। নিমতেল স্প্রে করুন গাছে।
advertisement
10/10
তুলসিগাছের শিকড় দ্রুত বিস্তৃত হয়। তাই ছোট টবে কখনও এই গাছ পুঁতবেন না। বড় টব ব্যবহার করুন।
তুলসিগাছের শিকড় দ্রুত বিস্তৃত হয়। তাই ছোট টবে কখনও এই গাছ পুঁতবেন না। বড় টব ব্যবহার করুন।
advertisement
advertisement
advertisement