Tulsi Gardening Tips: তুলসী শুকিয়ে যাওয়া খুবই অশুভ! গাছের গোড়ায় দিন সামান্য 'এই' জিনিস একমুঠো, সারাবছর ভরে থাকবে সবুজ পাতা, মঞ্জরীতে
- Published by:Shubhagata Dey
Last Updated:
Tulsi Gardening Tips: ঘরে তুলসীগাছ শুকিয়ে যাওয়া শুভ নয়। এমন পরিস্থিতিতে, আজ আমরা আপনাকে কিছু সহজ ব্যবস্থা বলছি, যা অনুসরণ করলে ঘরের তুলসী ঘন সবুজ হয়ে উঠবে। মঞ্জরীতে ভরে থাকবে বছরভর।
advertisement
advertisement
advertisement
*বৃষ্টির ক্ষেত্রে, তুলসীকে বর্ষাকালে খুব বেশি জল থেকে রক্ষা করা উচিত। যেহেতু গাছের শিকড়ে ছত্রাক আক্রমণ করে, তাই অতিরিক্ত জল দিলে গাছ নষ্ট হয়ে যেতে পারে। দুর্বল মাটি এবং তাপমাত্রা বা শীতলতা হ্রাসও গাছটিকে খারাপভাবে শুকিয়ে দিতে পারে। তাই পাত্রের গোড়ায় একটি গর্ত করে রাখুন, এতে অতিরিক্ত জল জমার সমস্যা থেকে মুক্তি পাবেন।
advertisement
advertisement