Bankura News: কোনারকের থেকেও বহু প্রাচীন! বাঁকুড়ার এই সূর্য মন্দিরেই রয়েছে..., গেলেই জানতে পারবেন

Last Updated:
Travel Destination: শীতের ঝকঝকে আকাশের নিচে বাঁকুড়ার সূর্য মন্দির হতেই পারে আপনার উইকেন্ড ট্রিপের আস্তানা।
1/6
সূর্য মন্দির বললেই সবার মাথায় প্রথম যে মন্দির চোখে ভাসে সেটি হল কোনারকের সূর্য মন্দির। কিন্তু বাঁকুড়াতেও রয়েছে এই সূর্য মন্দির।
সূর্য মন্দির বললেই সবার মাথায় প্রথম যে মন্দির চোখে ভাসে সেটি হল কোনারকের সূর্য মন্দির। কিন্তু বাঁকুড়াতেও রয়েছে এই সূর্য মন্দির।
advertisement
2/6
বাঁকুড়া থেকে মাত্র ১০ কিলোমিটার পশ্চিমে দারিকেশ্বর নদীর ঠিক দক্ষিণ তীরে অবস্থিত, সোনাতপল বলে একটি গ্রাম। এই গ্রামেই রয়েছে চিত্তাকর্ষক একটি সূর্য মন্দির।
বাঁকুড়া থেকে মাত্র ১০ কিলোমিটার পশ্চিমে দারিকেশ্বর নদীর ঠিক দক্ষিণ তীরে অবস্থিত, সোনাতপল বলে একটি গ্রাম। এই গ্রামেই রয়েছে চিত্তাকর্ষক একটি সূর্য মন্দির।
advertisement
3/6
 বিশিষ্ট ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন,
বিশিষ্ট ইতিহাস গবেষক সুকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "অশোকের আমলের পিলগ্রিম রুট এবং ট্রেডরুটের মধ্যে অবস্থিত এই মন্দির।"
advertisement
4/6
এই মন্দির আবার কোনারকের সূর্য মন্দিরের থেকেও পুরনো। তাই জাতীয় হেরিটেজের তকমা পেয়েছে বাঁকুড়ার সূর্য মন্দির।
এই মন্দির আবার কোনারকের সূর্য মন্দিরের থেকেও পুরনো। তাই জাতীয় হেরিটেজের তকমা পেয়েছে বাঁকুড়ার সূর্য মন্দির।
advertisement
5/6
সূর্য মন্দিরের উচ্চতা কমকরে ১২০ ফুট। এত উঁচু প্রাচীন মন্দির এই অঞ্চলে আর কোথাও নেই সেটা হলফ করেই বলা চলে। তবে, মন্দিরের গঠনশৈলী দেখে তার অভিনবত্ব অনুমান করা যায়।
সূর্য মন্দিরের উচ্চতা কম করে ১২০ ফুট। এত উঁচু প্রাচীন মন্দির এই অঞ্চলে আর কোথাও নেই সেটা হলফ করেই বলা চলে। তবে, মন্দিরের গঠনশৈলী দেখে তার অভিনবত্ব অনুমান করা যায়।
advertisement
6/6
শীতের ঝকঝকে আকাশের নিচে বাঁকুড়ার সূর্য মন্দির হতেই পারে আপনার উইকেন্ড ট্রিপের একটি আস্তানা।
শীতের ঝকঝকে আকাশের নিচে বাঁকুড়ার সূর্য মন্দির হতেই পারে আপনার উইকেন্ড ট্রিপের আস্তানা।
advertisement
advertisement
advertisement