Rajasthani Sweet Ghevar: বিরাট বড় ফুটো ফুটো মিষ্টি! বাংলার বুকে রাজস্থানের মিঠা স্বাদ ঘেওয়ার, পুরো ঘিয়ে ভাজা মিষ্টির দাম মাত্র ৫০ টাকা
- Reported by:Shantonu Das
- hyperlocal
- Published by:Pooja Basu
Last Updated:
Purulia News: ঐতিহ্য ও নতুনত্বের মেলবন্ধনে তৈরি এই বিশেষ ঘেওয়ার ইতিমধ্যেই কাশীপুর এলাকার মিষ্টিপ্রেমীদের মধ্যে আলাদা কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে।
advertisement
পুরুলিয়া জেলার কাশীপুরের একটি মিষ্টির দোকানে মিলছে এই অভিনব ঘেওয়ার। আকারে বড় ও দেখতে আকর্ষণীয় এই মিষ্টিটি যেমন চোখে পড়ার মত, তেমনই স্বাদেও অতুলনীয়। ঐতিহ্য ও নতুনত্বের মেলবন্ধনে তৈরি এই বিশেষ ঘেওয়ার ইতিমধ্যেই কাশীপুর এলাকার মিষ্টিপ্রেমীদের মধ্যে আলাদা কৌতূহল ও আগ্রহের সৃষ্টি করেছে। রাজস্থানের প্রসিদ্ধ এই মিষ্টান্ন এখন পুরুলিয়াতেও বেশ জনপ্রিয় হয়ে উঠছে। দোকানে প্রতি পিস ঘেওয়ার বিক্রি হচ্ছে ৫০ টাকায়। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
ঘেওয়ার তার স্বাদের পাশাপাশি তৈরির পদ্ধতির জন্যও বিশেষভাবে পরিচিত। প্রথমে দুধ ও ময়দা দিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করা হয়। এরপর সেই মিশ্রণ বিশেষ কায়দায় ঘিয়ে ভাজা হয়, যাতে মৌচাকের মতো ছিদ্রযুক্ত গঠন তৈরি হয়। ভাজার পর সেটিকে চিনির রসে ভিজিয়ে রাখা হয় এবং ওপরে দেওয়া হয় মেওয়ার আস্তরণ, যা ঘেওয়ারকে আরও সুস্বাদু করে তোলে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement
advertisement
ঘেওয়ার-এর ইতিহাসও বেশ প্রাচীন। কথিত আছে, বহু শতাব্দী আগে মুঘলদের হাত ধরেই এই মিষ্টি এদেশে প্রবেশ করে। মধ্যপ্রাচ্যের রাঁধিয়েরা মুঘল হেঁশেলে এই মিঠাই তৈরি করতেন এবং সেখান থেকেই তা ধীরে ধীরে ছড়িয়ে পড়ে। যদিও এই তথ্য অনুমানভিত্তিক। আরেকটি মত অনুযায়ী, ঘেওয়ার-এর প্রকৃত জন্মস্থান রাজস্থান। সেখান থেকে এটি পরে হরিয়ানা, দিল্লি, গুজরাট, উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশে জনপ্রিয় হয়ে ওঠে। (ছবি ও তথ্য: শান্তনু দাস)
advertisement









