Tourist Attractions: এবারে চিলাপাতা এলে জানতে পারবেন এক চমকে দেওয়া ইতিহাস! নিজেরই বিশ্বাস হবে না
- Reported by:Annanya Dey
- hyperlocal
- Published by:Salmali Das
Last Updated:
Tourist Attractions: গুপ্ত যুগের তৈরি নল রাজার গড়ের সঙ্গে জড়িয়ে রয়েছে আলিপুরদুয়ার জেলার প্রাচীন ইতিহাস। আলিপুরদুয়ার জেলার এই সুপ্রাচীন স্থানকে জনসমক্ষে তুলে ধরার জন্য কোমর বেঁধেছে আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটি ও জলদাপাড়া বন বিভাগ।
advertisement
advertisement
advertisement
নল রাজার গড়ের সঙ্গে আরও কোনও ইতিহাস জড়িয়ে রয়েছে কী না তা নিয়ে গবেষণা করবে আলিপুরদুয়ার হেরিটেজ সোসাইটির সদস্য সহ আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা।হেরিটেজ সোসাইটির পক্ষ থেকে সুমন কাঞ্জিলাল জানান, "নল রাজার গড়ের রক্ষণাবেক্ষণ করা হবে। পর্যটক সহ ইতিহাস প্রেমীরা এই স্থান সম্পর্কে জানতে পারবেন।"
advertisement









