Dolphin Census: রাজ্যে ডলফিনের সংখ্যা কত! জানতে ফের শুরু হচ্ছে ডলফিন শুমারি, চলবে গঙ্গাসাগর পর্যন্ত

Last Updated:
South 24 Parganas Dolphin Census: প্রজেক্ট ডলফিনে আবার শুরু হবে গঙ্গার ডলিফন গণনা। পশ্চিমবঙ্গে এই ডলফিন গণনা গঙ্গাসাগর পর্যন্ত হবে। দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে নদী ও মোহনায় থাকা ডলফিনের গণনা হবে।
1/5
প্রজেক্ট ডলফিনে আবার শুরু হবে গঙ্গার ডলিফন গণনা। পশ্চিমবঙ্গে এই ডলফিন গণনা গঙ্গাসাগর পর্যন্ত হবে।দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে নদী ও মোহনায় থাকা ডলফিনের গণনা হবে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
প্রজেক্ট ডলফিনে আবার শুরু হবে গঙ্গার ডলিফন গণনা। পশ্চিমবঙ্গে এই ডলফিন গণনা গঙ্গাসাগর পর্যন্ত হবে।দ্বিতীয়বার পশ্চিমবঙ্গে নদী ও মোহনায় থাকা ডলফিনের গণনা হবে। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
2/5
ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রক জানিয়েছে, 'প্রজেক্ট ডলফিন'-এর অধীনে দুটি পর্যায়ে এই সমীক্ষা করা হবে। প্রথম ধাপে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার মূল ধারায় সমীক্ষা হবে। দ্বিতীয় পর্বে গঙ্গার উপনদী, সুন্দরবনে সমীক্ষা হবে। এর সঙ্গে দেশের অন্যান্য জায়গায় এই সমীক্ষা হবে।
ভারত সরকারের পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রক জানিয়েছে, 'প্রজেক্ট ডলফিন'-এর অধীনে দুটি পর্যায়ে এই সমীক্ষা করা হবে। প্রথম ধাপে গঙ্গাসাগর পর্যন্ত গঙ্গার মূল ধারায় সমীক্ষা হবে। দ্বিতীয় পর্বে গঙ্গার উপনদী, সুন্দরবনে সমীক্ষা হবে। এর সঙ্গে দেশের অন্যান্য জায়গায় এই সমীক্ষা হবে।
advertisement
3/5
গতবার সমীক্ষায় উঠে এসেছিল আমাদের রাজ্যে ৮১৫ টি ডলফিন থাকার কথা। ফারাক্কা ব্যারেজ-ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর, ফারাক্কা-বাট্টাংলাড সীমান্তে (ফরাক্কা-বার্ধেশ সীমান্ত), রাজমহল-ফারাকা ব্যারেজ অংশে এই সমীক্ষা চালানো হয়।
গতবার সমীক্ষায় উঠে এসেছিল আমাদের রাজ্যে ৮১৫ টি ডলফিন থাকার কথা। ফারাক্কা ব্যারেজ-ডায়মন্ড হারবার, ডায়মন্ড হারবার-গঙ্গাসাগর, ফারাক্কা-বাট্টাংলাড সীমান্তে (ফরাক্কা-বার্ধেশ সীমান্ত), রাজমহল-ফারাকা ব্যারেজ অংশে এই সমীক্ষা চালানো হয়।
advertisement
4/5
এই সমীক্ষায় বাংলায় ২৩৬৬ কিমি বিস্তৃত ১২ নদীকে ৬২১ দিনের মধ্যে জুড়ে দেওয়া হয়েছিল সমীক্ষার অংশ হিসাবে। শুধুমাত্র গঙ্গা নদীরই ৫৮৪ কিলোমিটার কভারেজ এলাকা ছিল যার মধ্যে।
এই সমীক্ষায় বাংলায় ২৩৬৬ কিমি বিস্তৃত ১২ নদীকে ৬২১ দিনের মধ্যে জুড়ে দেওয়া হয়েছিল সমীক্ষার অংশ হিসাবে। শুধুমাত্র গঙ্গা নদীরই ৫৮৪ কিলোমিটার কভারেজ এলাকা ছিল যার মধ্যে।
advertisement
5/5
এই সমীক্ষায় ডলফিনের সংখ্যা, বাসস্থান এবং সম্ভাব্য ঝুঁকি নিয়েও পর্যালোচনা করা হবে। এই সমীক্ষার ফলে ডলফিনের সংখ্যা গণনার পাশাপাশি 'প্রজেক্ট ডলফিন'-এর অধীনে উন্নত সংরক্ষণ পরিকল্পনা তৈরি করা সহজ হবে বলে জানিয়েছে মন্ত্রক। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
এই সমীক্ষায় ডলফিনের সংখ্যা, বাসস্থান এবং সম্ভাব্য ঝুঁকি নিয়েও পর্যালোচনা করা হবে। এই সমীক্ষার ফলে ডলফিনের সংখ্যা গণনার পাশাপাশি 'প্রজেক্ট ডলফিন'-এর অধীনে উন্নত সংরক্ষণ পরিকল্পনা তৈরি করা সহজ হবে বলে জানিয়েছে মন্ত্রক। (ছবি ও তথ্য: নবাব মল্লিক)
advertisement
advertisement
advertisement