Toothpaste Hacks: কাপে বা গ্লাসে চা-কফির বিচ্ছিরি ছোপ উঠছেই না? জাস্ট ১০ সেকেন্ডে হবে ধবধবে! রইল টোটকা
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Shubhagata Dey
Last Updated:
Toothpaste Hacks: সচরাচর আপনি যে সমস্যাগুলো ফেইস করেন তার মধ্যে অনেক সমস্যার সমাধান করা যায় টুথপেস্ট দিয়ে। দাঁত ব্রাশ করার সঙ্গে সঙ্গে টুথপেস্টের রয়েছে আরও অনেক ব্যবহার। আপনারা কি জানেন সেগুলো?
advertisement
*এতে আপনাদের অনেক উপকার হতে পারে। ছোট ছোট অনেক সমস্যার সমাধান আপনি নিজেই করে ফেলতে পারবেন হাতের কাছের ঐ টুথপেস্ট ব্যবহার করেই বাচ্চাদের ফিডার এবং যে কোন বোতলে যদি দুর্গন্ধ হয় তবে সেটা দুর্গন্ধ মুক্ত করতে টুথপেস্টের ব্যবহার অপরিসীম। ফিডার বা বোতলের ভেতরে টুথপেস্ট দিয়ে ধুয়ে নিলে তা পরিষ্কারও হয় আবার বাজে গন্ধটাও চলে যায়।
advertisement
*কফি এবং চা খেতে খেতে অনেক সময়ই মগে দাগ পরে যায়। আবার দেখা যায় সেয় দাগগুলো পরিষ্কার হয় না সহজে। যদি সেই দাগে কিছুক্ষণ টুথপেস্ট লাগিয়ে রেখে এরপর পরিষ্কার করা হয় তবে খুব সহজেই দাগ উঠে যায়। যারা স্কুল কলেজে পরে তাদের কেডস পড়তে হয়। আর জুতার সাদা অংশ অনেক কম সময়েই নোংরা হয়ে যায়। আর সেটা পরিষ্কার করা যায় টুথপেস্টের মাধ্যমে। তাহলে সাদা অংশ সাদাই হয়ে যায়। রবারের যে কোন জুতোই পেস্ট দিয়ে পরিষ্কার করা যায়।
advertisement
*মোবাইলের স্ক্রিনে অনেক কম সময়েই দেখা যায় দাগ হয়ে যায়। এই দাগ অনেক সহজেই টুথপেস্ট ব্যবহার করে তুলে ফেলা যায়।অনেক সময় বাথরুম অথবা বেসিনের আয়না ঝাপসা হয়ে যায়। টুথপেস্ট গ্লাসে লাগিয়ে কোন একটা কাপড় দিয়ে মুছলে তা পরিষ্কার হয়ে যায়। শুধু যে আয়না তা নয়, যে কোনও ধরনের গ্লাস অনেক সুন্দর এবং চকচকে দেখায় যদি টুথপেস্ট দিয়ে পরিষ্কার করা হয়।
advertisement
advertisement









