Tooth Cavity: নামে ‘নির্লজ্জ’! গুণে দুরন্ত! পোকা খাওয়া দাঁতের ব্যথা থেকে বিছের বিষের জ্বালা নিমেষে কমায় অবহেলায় বেড়ে ওঠা এই জংলি লতা

Last Updated:
Tooth Cavity: দাঁতে পোকা বা পায়োরিয়া থাকলে, এটি দিয়ে ব্রাশ করলে আরাম হয়। যদি কাউকে বিছে কামড়ায়, তাহলে এর পাতা থেকে বের হওয়া রস কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয়। ধীরে ধীরে বিষের প্রভাবও কমে যায়
1/5
নদী, পুকুর এবং নালার ধারে সহজেই জন্মানো একটি উদ্ভিদ, নাম শুনলেই মানুষ হেসে ফেলে। কিন্তু এই উদ্ভিদটি আমাদের জন্য খুবই উপকারী। ঔষধি গুণে ভরপুর এই উদ্ভিদটি সামান্য আর্দ্রতার মধ্যেও খুব সহজেই জন্মায়। গ্রাম বাংলার এই লতার নাম ঢোলকলমি৷ অবহেলায় বেড়ে ওঠা এই লতা পুষ্টিগুণে ভরপুর৷
নদী, পুকুর এবং নালার ধারে সহজেই জন্মানো একটি উদ্ভিদ, নাম শুনলেই মানুষ হেসে ফেলে। কিন্তু এই উদ্ভিদটি আমাদের জন্য খুবই উপকারী। ঔষধি গুণে ভরপুর এই উদ্ভিদটি সামান্য আর্দ্রতার মধ্যেও খুব সহজেই জন্মায়। গ্রাম বাংলার এই লতার নাম ঢোলকলমি৷ অবহেলায় বেড়ে ওঠা এই লতা পুষ্টিগুণে ভরপুর৷
advertisement
2/5
শীত, গ্রীষ্ম বা বর্ষা যেকোনো ঋতুতেই এটি শুকায় না। এই কারণেই হিন্দি ভাষায় মানুষ একে বেহায়া বলে। অর্থাৎ কোনও হায়া বা লজ্জা নেই৷ যে কোনও ঋতু ভেদে তরতরিয়ে বেড়ে ওঠে৷ তাই এটি লজ্জাহীন বা বেহায়া গাছ৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডঃ স্মিতা শ্রীবাস্তব বলেছেন ঢোলকলমি লতার উপকারিতা নিয়ে৷
শীত, গ্রীষ্ম বা বর্ষা যেকোনো ঋতুতেই এটি শুকায় না। এই কারণেই হিন্দি ভাষায় মানুষ একে বেহায়া বলে। অর্থাৎ কোনও হায়া বা লজ্জা নেই৷ যে কোনও ঋতু ভেদে তরতরিয়ে বেড়ে ওঠে৷ তাই এটি লজ্জাহীন বা বেহায়া গাছ৷ আয়ুর্বেদ বিশেষজ্ঞ ডঃ স্মিতা শ্রীবাস্তব বলেছেন ঢোলকলমি লতার উপকারিতা নিয়ে৷
advertisement
3/5
ঢোলকলমিতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়।শরীরে ক্ষত থাকলে এর পাতার পেস্ট লাগালে ক্ষত দ্রুত সেরে যায়। শরীরে ব্যথা হলে এর পাতা গরম করে বেঁধে দিলে আরাম হয়। শরীরের কোথাও ফোলা থাকলে এর পাতার পেস্ট লাগালে ফোলা উপশম হয়।
ঢোলকলমিতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিমাইক্রোবিয়াল এবং অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য পাওয়া যায়।শরীরে ক্ষত থাকলে এর পাতার পেস্ট লাগালে ক্ষত দ্রুত সেরে যায়। শরীরে ব্যথা হলে এর পাতা গরম করে বেঁধে দিলে আরাম হয়। শরীরের কোথাও ফোলা থাকলে এর পাতার পেস্ট লাগালে ফোলা উপশম হয়।
advertisement
4/5
দাঁতে পোকা বা পায়োরিয়া থাকলে, এটি দিয়ে ব্রাশ করলে আরাম হয়। যদি কাউকে বিছে কামড়ায়, তাহলে এর পাতা থেকে বের হওয়া রস কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয়। ধীরে ধীরে বিষের প্রভাবও কমে যায়।
দাঁতে পোকা বা পায়োরিয়া থাকলে, এটি দিয়ে ব্রাশ করলে আরাম হয়। যদি কাউকে বিছে কামড়ায়, তাহলে এর পাতা থেকে বের হওয়া রস কাটা জায়গায় লাগালে রক্তপাত বন্ধ হয়। ধীরে ধীরে বিষের প্রভাবও কমে যায়।
advertisement
5/5
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)(সব ছবি-নেটমাধ্যম)
advertisement
advertisement
advertisement