সুস্থ থাকতে শারীরিক কসরতের কোনও বিকল্প নেই ৷ কঠোর পরিশ্রমে ঘাম ঝরালে শরীর থেকে বেরিয়ে যায় টক্সিন ৷ কিন্তু শারীরিক কসরতের আগে পরে কিছু নিয়ম পালন না করলে ত্বকের একাধিক সমস্যা দেখা দেয় ৷ যাঁরা নিয়মিত ঘাম ঝরান, অনেকেই ব্রণ, অ্যাকনে, ওপেন পোরস-সহ ত্বকের নানা সমস্যার শিকার হন ৷