Tips to Lose Weight without Exercise: ওস্তাদের ৪ চালেই কিস্তিমাত! ব্যায়াম ছাড়াই ঝড়ের বেগে কমবে ওজন! মোমের মতো গলবে মেদ
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Tips to Lose Weight without Exercise: বিশেষ করে ব্যায়াম বা শরীরচর্চার বিশেষ গুরুত্ব থাকে ওজন কমানোর পিছনে৷ এখানেই থেমে যান অনেকে৷ কারণ ব্যায়াম করার ইচ্ছে বা সময় থাকে না৷ কিন্তু জানেন কি শরীরচর্চা না করেও কমানো যায় ওজন?
advertisement
advertisement
advertisement
বিনা এক্সারসাইজে রোগা হতে চাইলে খেতেই হবে পর্যাপ্ত জল৷ শরীরে জলের অভাব হলে তেষ্টা পাবে৷ অনেক সময় তেষ্টা ও খিদের অনুভূতি গুলিয়ে যায়৷ ফলে তেষ্টা পেলেও সেটা খিদের অনুভূতি ভেবে বেশি বেশি খাওয়া হয়ে যায়৷ জল খেলে শরীরের ইলেক্ট্রোলাইট মাত্রা বজায় থাকে৷ শরীর থেকে টক্সিন বেরিয়ে যায়৷ বাড়ে মেটাবলিজম৷ ফলে জেদি মেদ গলতে সাহায্য করে৷
advertisement
advertisement