Hair Care: উপায় সাধারণ ! ঘন কালো ঢেউ খেলানো চুল পাবেন সহজেই

Last Updated:
Hair Care: আপনার চুলের পরিমাণ বুঝে হেয়ারস্টাইল করা উচিত৷ নয়তো চুল থাকা পরও বাউন্সি নাও লাগতে পারে৷
1/6
ঘন কালো ঢেউ খেলানো চুল কার না পছন্দ! তবে পরিবেশ দূষণ, ধুলোবালি-সহ শারীরিক নানা কারণে চুলের সমস্যা দেখা দেয়৷ চুল উঠে যায়, চুল পড়েও যায়৷ ফলে পছন্দসই হেয়ারস্টাইল করা যায় না৷ আপনার চেহারার সঙ্গে মানানসই হেয়ারকাট করুন৷ তার সঙ্গে কিছু টিপস মনে রাখুন৷
ঘন কালো ঢেউ খেলানো চুল কার না পছন্দ! তবে পরিবেশ দূষণ, ধুলোবালি-সহ শারীরিক নানা কারণে চুলের সমস্যা দেখা দেয়৷ চুল উঠে যায়, চুল পড়েও যায়৷ ফলে পছন্দসই হেয়ারস্টাইল করা যায় না৷ আপনার চেহারার সঙ্গে মানানসই হেয়ারকাট করুন৷ তার সঙ্গে কিছু টিপস মনে রাখুন৷
advertisement
2/6
প্রথমেই একজন পেশাদার হেয়ার স্টাইলিস্টের কাছ থেকে পরামর্শ নিন৷ তিনি আপনার চুলের ধরন, ব্যক্তিত্ব ও পেশা অনুযায়ী উপযুক্ত হেয়ারস্টাইল বলে দেবেন৷
প্রথমেই একজন পেশাদার হেয়ার স্টাইলিস্টের কাছ থেকে পরামর্শ নিন৷ তিনি আপনার চুলের ধরন, ব্যক্তিত্ব ও পেশা অনুযায়ী উপযুক্ত হেয়ারস্টাইল বলে দেবেন৷
advertisement
3/6
হেয়ারকালার সব সময় ভাল ব্র্যান্ডের হওয়া উচিত৷ এছাড়া স্কিনটোনের সঙ্গে মানানসই করে হেয়ারকালার বাছতে হবে৷ চুল পাতলা হলে সাধারণত লাল, বার্গান্ডি, কপাররেড-এর মতো রং ভাল লাগে৷ স্কিনটোনের কথাও মাথায় রাখুন৷
হেয়ারকালার সব সময় ভাল ব্র্যান্ডের হওয়া উচিত৷ এছাড়া স্কিনটোনের সঙ্গে মানানসই করে হেয়ারকালার বাছতে হবে৷ চুল পাতলা হলে সাধারণত লাল, বার্গান্ডি, কপাররেড-এর মতো রং ভাল লাগে৷ স্কিনটোনের কথাও মাথায় রাখুন৷
advertisement
4/6
চুলের গঠন পাতলা হয়ে গেলে ট্রিম করতে ভুলবেন না৷ ঠিক সময়ে চুল ট্রিম না করলে ডগা চিরে দু’মুখো চুল দেখা দিতে পারে৷ তাই প্রতি ৬ মাস অন্তর হেয়ার ট্রিম করতে ভুলবেন না৷
চুলের গঠন পাতলা হয়ে গেলে ট্রিম করতে ভুলবেন না৷ ঠিক সময়ে চুল ট্রিম না করলে ডগা চিরে দু’মুখো চুল দেখা দিতে পারে৷ তাই প্রতি ৬ মাস অন্তর হেয়ার ট্রিম করতে ভুলবেন না৷
advertisement
5/6
আপনার চুলের পরিমাণ বুঝে হেয়ারস্টাইল করা উচিত৷ নয়তো চুল থাকা পরও বাউন্সি নাও লাগতে পারে৷
আপনার চুলের পরিমাণ বুঝে হেয়ারস্টাইল করা উচিত৷ নয়তো চুল থাকা পরও বাউন্সি নাও লাগতে পারে৷
advertisement
6/6
চুল পাতলা হলে ব্লো ড্রায়ার ব্যবহার করবেন না৷ না হলে চুল শুকনো হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে৷
চুল পাতলা হলে ব্লো ড্রায়ার ব্যবহার করবেন না৷ না হলে চুল শুকনো হয়ে ক্ষতিগ্রস্ত হয়ে পড়তে পারে৷
advertisement
advertisement
advertisement