ঘন কালো ঢেউ খেলানো চুল কার না পছন্দ! তবে পরিবেশ দূষণ, ধুলোবালি-সহ শারীরিক নানা কারণে চুলের সমস্যা দেখা দেয়৷ চুল উঠে যায়, চুল পড়েও যায়৷ ফলে পছন্দসই হেয়ারস্টাইল করা যায় না৷ আপনার চেহারার সঙ্গে মানানসই হেয়ারকাট করুন৷ তার সঙ্গে কিছু টিপস মনে রাখুন৷