স্ট্রেটনিং-এই লুকিয়ে মারণ রোগ? আয়ুর্বেদ চিকিৎসক জানাচ্ছেন নিখুঁত চুলের সহজ ঘরোয়া উপায়
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Hair care: ডিম্পলের কথায়, আমাদের শরীরে ত্বক হল লার্জেস্ট ব্রিদিং অর্গান৷ যা এর উপর দেওয়া হয়, তা শোষণ করে নেয় ত্বক৷ ফলে গভীর বিপদ হতে পারে বলে মত এই আয়ুর্বেদ বিশেষজ্ঞের৷
স্ট্রেটনিং এখন হালফ্যাশন৷ তরুণী থেকে মধ্যবয়সিনী, পার্লারে গিয়ে স্ট্রেট করাচ্ছেন তাঁর এক ঢাল চুলের রাশি৷ কিন্তু সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে মারণ রোগের বীজ৷ সতর্ক করেছেন আয়ুর্বেদ চিকিৎসক ডিম্পল জাংড়া৷ এই মর্মে একটি ভিডিও পোস্ট করেছেন এই আয়ুর্বেদ বিশেষজ্ঞ৷ সেখানে বলেছেন হেয়ার স্ট্রেটনিং কেমিক্যাল বর্জন করে ব্যবহার করা উচিত প্রাকৃতিক উপাদান৷
advertisement
ডিম্পলের মত, ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের সাম্প্রতিক গবেষণা বলছে, হেয়ার স্ট্রেটনিং-এর জন্য যে রাসায়নিক ব্যবহার করা হয় তার থেকে ইউটেরাইন ক্যানসার হতে পারে৷ ডিম্পলের কথায়, আমাদের শরীরে ত্বক হল লার্জেস্ট ব্রিদিং অর্গান৷ যা এর উপর দেওয়া হয়, তা শোষণ করে নেয় ত্বক৷ ফলে গভীর বিপদ হতে পারে বলে মত এই আয়ুর্বেদ বিশেষজ্ঞের৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement