. সারা দিনে কত বার রেগে যান, তার কোনও ইয়ত্তা নেই? অনেকে রাগের অনুভূতি গোপন করে রাখতে পারলেও কেউ কেউ ক্ষোভের বহিঃপ্রকাশ করেই ফেলেন৷ শারীরিক ও মানসিক, দুই স্বাস্থ্যের জন্যই রাগ খুব ক্ষতিকারক৷ অতিরিক্ত রাগ বা বদমেজাজি স্বভাব থেকে হৃদরোগের আশঙ্কা বেড়ে যায়৷ রাগ থেকেই আসে উদ্বেগ ও হতাশা (Tips to control and manage your anger)৷
ম্যাক্স ইনস্টিটিউট এব হার্ট অ্যান্ড ভাসক্যুলার সায়েম্সেস-এর ডক্টর রজনীশ মালহোত্রা টিপস দিয়েছেন কী করে রাগ নিয়ন্ত্রণ করা যায়৷ অ্যাঙ্গার ম্যানেজমেন্ট নিয়ে সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে তিনি বলেছেন যে রাগের পিছনে নির্দিষ্ট কারণ জানতে হবে৷ লাইফস্টাইলে কিছু পরিবর্তন রাগ নিয়ন্ত্রণ করতে পারে বলে তাঁর মত৷