এই ভাবেই অ্যাপ ক্যাবে হতে পারে আপনার যাত্রা সুরক্ষিত

Last Updated:
যে নম্বর থেকে ক্যাবে রেজিস্টার করা রয়েছে সেটা ছাড়াও আরও একটি নম্বর ব্যবহার করুন । অনেক সময় ক্যাবের চালক রেজিস্টার করা নম্বর নিয়ে উত্যক্ত করতে পারে
1/6
শহরের ব্যস্ত জীবনযাত্রায় অ্যাপ ক্যাবই এখন একটা বড় ভরসার জায়গা । শহরের ট্রাফিকের মধ্যেও একটু স্বস্তির জন্য প্রচুর মানুষই এখন বেছে নেন ক্যাব যাত্রাই । কিন্তু এই ক্যাবযাত্রাতেও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন । বিশেষতঃ, মহিলাদের নিরাপদ থাকার জন্য বিশেষ কিছু উপায় মেনে চলা উচিত । জেনে নিন ক্যাবে যাওয়ার সময় মহিলাদের কোন বিশেষ পন্থাগুলি মেনে উচিৎ ।  (ছবি:সংগৃহীত )
শহরের ব্যস্ত জীবনযাত্রায় অ্যাপ ক্যাবই এখন একটা বড় ভরসার জায়গা । শহরের ট্রাফিকের মধ্যেও একটু স্বস্তির জন্য প্রচুর মানুষই এখন বেছে নেন ক্যাব যাত্রাই । কিন্তু এই ক্যাবযাত্রাতেও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন । বিশেষতঃ, মহিলাদের নিরাপদ থাকার জন্য বিশেষ কিছু উপায় মেনে চলা উচিত । জেনে নিন ক্যাবে যাওয়ার সময় মহিলাদের কোন বিশেষ পন্থাগুলি মেনে উচিৎ । (ছবি:সংগৃহীত )
advertisement
2/6
যে নম্বর থেকে ক্যাবে রেজিস্টার করা রয়েছে সেটা ছাড়াও আরও একটি নম্বর ব্যবহার করুন । অনেক সময় ক্যাবের চালক রেজিস্টার করা নম্বর নিয়ে উত্যক্ত করতে পারে, সেক্ষেত্রে যোগাযোগের জন্য অন্য একটা নম্বর অবশ্যই ব্যবহার করুন ।  (ছবি:সংগৃহীত )
যে নম্বর থেকে ক্যাবে রেজিস্টার করা রয়েছে সেটা ছাড়াও আরও একটি নম্বর ব্যবহার করুন । অনেক সময় ক্যাবের চালক রেজিস্টার করা নম্বর নিয়ে উত্যক্ত করতে পারে, সেক্ষেত্রে যোগাযোগের জন্য অন্য একটা নম্বর অবশ্যই ব্যবহার করুন । (ছবি:সংগৃহীত )
advertisement
3/6
চালকের সঙ্গে ভদ্রতাসূচক আচরণ অবশ্যই করবেন কিন্তু তা যেন কখনোই মাত্রা ছাড়া না হয় । চালকের অত্যাধিক বন্ধুত্বপূর্ণ আচরণকে প্রশয় দেবেন না । প্রয়োজনে কানে ইয়ারফোন গুজে রাখুন বা কোনও বন্ধুর সঙ্গে কথা বলুন । যদি কথোপকথনে আপনি অস্বস্তি বোধ করেন তখন অবশ্যই এই উপায়গুলি মেনে চলুন ।  (ছবি:সংগৃহীত )
চালকের সঙ্গে ভদ্রতাসূচক আচরণ অবশ্যই করবেন কিন্তু তা যেন কখনোই মাত্রা ছাড়া না হয় । চালকের অত্যাধিক বন্ধুত্বপূর্ণ আচরণকে প্রশয় দেবেন না । প্রয়োজনে কানে ইয়ারফোন গুজে রাখুন বা কোনও বন্ধুর সঙ্গে কথা বলুন । যদি কথোপকথনে আপনি অস্বস্তি বোধ করেন তখন অবশ্যই এই উপায়গুলি মেনে চলুন । (ছবি:সংগৃহীত )
advertisement
4/6
পিক পয়েন্ট ও ড্রপ পয়েন্ট একদম সঠিক গন্তব্যে না দেওয়া ভাল । হাতে যখন সময় কম থাকে তখন এটা করা সম্ভব নয় কিন্তু বেশিরভাগ সময়ে চেষ্টা করুন আপনি যেখানে যাবেন তারপাশে কোথাও থেকে ক্যাবে উঠতে বা নামতে । নির্দিষ্ট গন্তব্য চালকের না জানাই ভাল ।  (ছবি:সংগৃহীত )
পিক পয়েন্ট ও ড্রপ পয়েন্ট একদম সঠিক গন্তব্যে না দেওয়া ভাল । হাতে যখন সময় কম থাকে তখন এটা করা সম্ভব নয় কিন্তু বেশিরভাগ সময়ে চেষ্টা করুন আপনি যেখানে যাবেন তারপাশে কোথাও থেকে ক্যাবে উঠতে বা নামতে । নির্দিষ্ট গন্তব্য চালকের না জানাই ভাল । (ছবি:সংগৃহীত )
advertisement
5/6
চালক বা সহযাত্রীর কাছ থেকে কোনওরকম ইঙ্গিতপূর্ণ আচরণ দেখলে সঙ্গে সঙ্গে সাবধান হন । যদি আগে কোনও চালকের সঙ্গে খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমপ্লেন করুন  । তাতেও সমস্যা না মিটলে চেষ্টা করুন সেই চালকের ক্যাবে না যাওয়ার ।  (ছবি:সংগৃহীত )
চালক বা সহযাত্রীর কাছ থেকে কোনওরকম ইঙ্গিতপূর্ণ আচরণ দেখলে সঙ্গে সঙ্গে সাবধান হন । যদি আগে কোনও চালকের সঙ্গে খারাপ অভিজ্ঞতা হয়ে থাকে তাহলে অবশ্যই কমপ্লেন করুন । তাতেও সমস্যা না মিটলে চেষ্টা করুন সেই চালকের ক্যাবে না যাওয়ার । (ছবি:সংগৃহীত )
advertisement
6/6
ক্যাবে উঠেই ক্যাবের নম্বর ও চালকের নাম, ফোন নম্বর কোনও পরিবারের সদস্য বা বন্ধুকে জানিয়ে রাখুন । কোনও অবস্থাতেই চুপ করে থাকবেন না । নিজের নিরাপত্তা থাকুক নিজের হাতে । (ছবি:সংগৃহীত )
ক্যাবে উঠেই ক্যাবের নম্বর ও চালকের নাম, ফোন নম্বর কোনও পরিবারের সদস্য বা বন্ধুকে জানিয়ে রাখুন । কোনও অবস্থাতেই চুপ করে থাকবেন না । নিজের নিরাপত্তা থাকুক নিজের হাতে । (ছবি:সংগৃহীত )
advertisement
advertisement
advertisement