Thyroid Problem: থাইরয়েড, কিডনির রোগীদের জন্য ‘বিষ’! এই শাক ভুল করে ছুঁলেও শেষ...সাবধান কিন্তু!
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
অন্যের ক্ষেত্রে যে শাক হয়ত দারুণ পুষ্টিকর, সেই শাকই কিন্তু আপনার শরীরের ভয়ঙ্কর রকমের ক্ষতি করে দিতে পারে৷ তাই খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন৷
শীতকাল মানেই সবুজ সবুজ শাক সব্জি, নতুন ফসল৷ বাজারে গেলে সত্যি সত্যিই লোভ সামলানো যায় না৷ তার উপরে শুধু তো আর স্বাদের বিষয় নয়, এর সঙ্গে জড়িয়ে রয়েছে নানা ধরনের শাক সব্জির পুষ্টিগুণও৷ এখন, আমাদের মধ্যে অনেকেরই শরীরে একেক রকমের সমস্যা রয়েছে৷ কারও হার্ট, কারও কিডনি, কারও সুগার, কারও প্রেশার, কারও থাইরয়েড৷ তাই যে কোনও জিনিস খাওয়ার আগে সাবধান হয়ে যান৷ জেনে নিন, এই শাক সব্জি আপনার চলবে তো?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
পুষ্টিবিদ লভনীত বত্রা জানাচ্ছেন, সরষে শাকে থাকে ভিটামিন A, C, এবং K৷ এটি চোখের স্বাস্থ্যের পক্ষেও ভাল৷ রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতেও এটি সাহায্য করে৷ আবার ক্যানসার প্রতিরোধী গুণও ভরপুর রয়েছে সরষে শাকে৷ এতে থাকে গ্লুকোসিনোলেটস নামক যৌগ, যা ডিএনএ ড্যামেজ প্রতিরোধ করে৷ সরষে শাক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়৷ হাড়ের স্বাস্থ্য ভাল রাখে৷
advertisement
advertisement
advertisement
advertisement