গত বছর দাম বেড়েছিল ৭০%! ২০২৬ সালে কেমন দাম হবে সোনার? জেনে নিন বিশেষজ্ঞদের মত

Last Updated:
তাঁদের মতে, আগামী বছরেও সোনার দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
1/6
১৮ ক্যারাটের পাশাপাশি ২২, ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ৷ দেখে নেওয়া যাক ঠিক কত দাম হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
বছরের শেষ কয়েক দিনেই সোনার বাজারে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। ইতিহাসে প্রথমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছিল ১ লক্ষ ৪০ হাজার টাকা। চলতি বছরে প্রায় ৭০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে এই মূল্যবান ধাতুটির। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপদ বিনিয়োগের প্রতি বাড়তে থাকা আগ্রহের জেরেই এই দামবৃদ্ধি বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, আগামী বছরেও সোনার দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
advertisement
2/6
১০ গ্রামের দাম ১,২৪,৮৫০ টাকা (বেড়েছে ১০৫০ টাকা), ১০০ গ্রামের দাম ১২,৪৮,৫০০ টাকা (বেড়েছে ১০,৫০০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
বছরের শেষ লগ্নেও সোনার দামে কোনও পতনের ইঙ্গিত নেই। বরং ধারাবাহিকভাবে দাম বাড়ছেই। বছরের শুরুতে যেখানে ১০ গ্রাম সোনার দাম ছিল ৮৩,৬৮০ টাকা, বছরের শেষে এসে তা প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকায় পৌঁছেছে। অর্থাৎ এক বছরের ব্যবধানে সোনার দাম বেড়েছে প্রায় ৭০ শতাংশ, যা কার্যত নজিরবিহীন।
advertisement
3/6
১৮ ক্যারাটের পাশাপাশি ২২, ২৪ ক্যারাট সোনার দাম বেড়েছে ৷ দেখে নেওয়া যাক ঠিক কত দাম হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
এই দ্রুত মূল্যবৃদ্ধি দেখে অনেকেরই আশঙ্কা, খুব শিগগিরই সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের অনুমান, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে, তখন ১০ গ্রাম সোনার দাম দাঁড়াতে পারে প্রায় ১,৫৮,৪৮৫ টাকা।
advertisement
4/6
২০২৬ সালের মার্চ শুভ তারিখ: ৪, ১৫, ২৮ সময়: সকাল ৭:৩০ – সকাল ১০:৩০ বিঃদ্রঃ: বুধের প্রভাব সম্পদের সুযোগ বৃদ্ধি করে, সোনা কেনাকে অনুকূল করে তোলে।
একটি সংস্থার সমীক্ষা অনুযায়ী, আগামী বছরে সোনার দাম আরও প্রায় ৩৬ শতাংশ পর্যন্ত বাড়তে পারে, যার সঙ্গে যুক্ত হবে ৩ শতাংশ জিএসটি। তাই যাঁরা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য আগেভাগেই কেনার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।
advertisement
5/6
২২ ক্যারাট সোনার ক্ষেত্রেও দামে পতন এসেছে, ২২ ক্যারাট সোনার ১ গ্রামের দাম ১২,৪৮৫ টাকা (কমেছে ২৮০ টাকা), ৮ গ্রামের দাম ৯৯,৮৮০ টাকা (কমেছে ২,২৪০ টাকা) ৷ প্রতীকী ছবি ৷
তবে প্রশ্ন উঠছে, হঠাৎ এত দ্রুত কেন বাড়ছে সোনার দাম? এর অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন এবং আফ্রিকায় আইএসআইএস-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের খবর বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলছে।
advertisement
6/6
 এর সঙ্গে যোগ হয়েছে শেয়ার বাজারের অস্থিরতা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে বহু বিনিয়োগকারী এখন সোনা ও রূপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এর ফলে চাহিদা বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। সব মিলিয়ে বর্তমানে সোনার বাজার ঊর্ধ্বমুখী এবং বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরেও এই ঊর্ধ্বগতির ধারা অব্যাহত থাকবে।
এর সঙ্গে যোগ হয়েছে শেয়ার বাজারের অস্থিরতা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে বহু বিনিয়োগকারী এখন সোনা ও রূপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এর ফলে চাহিদা বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। সব মিলিয়ে বর্তমানে সোনার বাজার ঊর্ধ্বমুখী এবং বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরেও এই ঊর্ধ্বগতির ধারা অব্যাহত থাকবে।
advertisement
advertisement
advertisement