গত বছর দাম বেড়েছিল ৭০%! ২০২৬ সালে কেমন দাম হবে সোনার? জেনে নিন বিশেষজ্ঞদের মত
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
তাঁদের মতে, আগামী বছরেও সোনার দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
বছরের শেষ কয়েক দিনেই সোনার বাজারে তৈরি হয়েছিল নতুন রেকর্ড। ইতিহাসে প্রথমবার ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম পৌঁছেছিল ১ লক্ষ ৪০ হাজার টাকা। চলতি বছরে প্রায় ৭০ শতাংশ মূল্যবৃদ্ধি হয়েছে এই মূল্যবান ধাতুটির। ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপদ বিনিয়োগের প্রতি বাড়তে থাকা আগ্রহের জেরেই এই দামবৃদ্ধি বলে মত বিশেষজ্ঞদের। তাঁদের মতে, আগামী বছরেও সোনার দর আরও ঊর্ধ্বমুখী হতে পারে।
advertisement
advertisement
এই দ্রুত মূল্যবৃদ্ধি দেখে অনেকেরই আশঙ্কা, খুব শিগগিরই সোনার দাম ১ লক্ষ ৫০ হাজার টাকা ছাড়িয়ে যেতে পারে। এই প্রশ্নের উত্তর দিয়েছেন বাজার বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের অনুমান, আগামী বছরের ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্সে ৫ হাজার ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। ভারতীয় মুদ্রায় হিসেব করলে, তখন ১০ গ্রাম সোনার দাম দাঁড়াতে পারে প্রায় ১,৫৮,৪৮৫ টাকা।
advertisement
advertisement
তবে প্রশ্ন উঠছে, হঠাৎ এত দ্রুত কেন বাড়ছে সোনার দাম? এর অন্যতম কারণ হিসেবে উঠে আসছে বৈশ্বিক ভূ-রাজনৈতিক উত্তেজনা। দীর্ঘদিন ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়িয়েছে। পাশাপাশি ভেনেজুয়েলা থেকে অপরিশোধিত তেল সরবরাহে সম্ভাব্য বিঘ্ন এবং আফ্রিকায় আইএসআইএস-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযানের খবর বিনিয়োগকারীদের উদ্বিগ্ন করে তুলছে।
advertisement
এর সঙ্গে যোগ হয়েছে শেয়ার বাজারের অস্থিরতা। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে সরে এসে বহু বিনিয়োগকারী এখন সোনা ও রূপার মতো নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন। এর ফলে চাহিদা বাড়ছে, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সোনার দাম। সব মিলিয়ে বর্তমানে সোনার বাজার ঊর্ধ্বমুখী এবং বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরেও এই ঊর্ধ্বগতির ধারা অব্যাহত থাকবে।







