Abhishek Banerjee: লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিজেপিকে চ্যালেঞ্জ অভিষেকের! কোন আসনে জিততেই হবে, কর্মীদের দিলেন বড় টাস্ক
- Reported by:ABIR GHOSHAL
- news18 bangla
- Published by:Suman Biswas
Last Updated:
Abhishek Banerjee: এই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন অভিষেক। আক্রমণ শানান লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে।
বারুইপুর: পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আজ, ২ জানুয়ারি বারুইপুর থেকে জনসভা শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। টানা একমাস ব্যাপী এই কর্মসূচিতে ঝড় তুলতে চলেছেন তিনি। বেশি করে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার জন্য ব্রিগেডের আদলে বারুইপুর ফুলতলা সাগর সংঘের মাঠে তৈরি করা হয় বিশেষ র্যাম্প। সেখানেই চমক দেন অভিষেক। বলেন, ”আজ র্যাম্প নিয়ে সবার কৌতূহল। এই র্যাম্পে আজ তিন ভূত হাঁটবে। নিয়ে আসুন। এই তিনজনকে দেখে কী মনে হচ্ছে? মেটিয়াবুরুজে দুই দাদা আর বৌদির বাড়ি কাকদ্বীপে। কমিশন এদের দেখতে না পেয়ে মৃত বানিয়েছে। তাই আমি র্যাম্প বানিয়েছি। মৃতদের তো র্যাম্পে দেখা যায় না। তাই আমি বানিয়েছি। আগামিদিন দিল্লি যাবে তৃণমূল। ভ্যানিশ কুমার আর দিল্লির দালালরা তৈরি থাকো।”
advertisement
আর সেই সভা থেকেই বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন অভিষেক। আক্রমণ শানান লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে। কটাক্ষের সুরে তিনি বলেন, ”বিজেপি বলছে ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভাণ্ডার দেবে। আবার চ্যালেঞ্জ করলাম, বাপের বেটা হলে চ্যালেঞ্জ গ্রহণ করবে। মমতা বন্দ্যোপাধ্যায় বিনা শর্তে টাকা দেয় দুই কোটি ৩০ লক্ষ মহিলাকে। কই তোমরা ১২-১৫ রাজ্যে ক্ষমতায় আছে, দিয়ে দেখাও।”
advertisement
advertisement
অভিষেকের সংযোজন, ”তৃণমূল জিতলে দুয়ারে রেশন, বিজেপি জিতলে দুয়ারে ভাষণ।” তিনি আরও বলেন, ”এদের বাংলা বিরোধী কাজ। এরা এনেছে SIR, মানুষ গণতান্ত্রিক ভাবে এদের জবাব দিয়ে করবে FIR। তৃণমূল কংগ্রেস দল বিশুদ্ধ লোহার মতো। যত অত্যাচার করবেন তত দল শক্তিশালী হবে। দুই মাস আগে বলেছি আমাদের আসন বাড়বে। বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ নিক।”
advertisement
অভিষেকের চ্যালেঞ্জ, ”২১৪ আসনে জিতেছিলাম ২০২১ সালে। এবার একটা আসন হলেও বাড়বে। সেটা যেন এই জেলা হয়। ভাঙড় এবার আমাদের জিততে হবে। একটা বুথেও বিজেপিকে গণতান্ত্রিক ভাবে মাথাচাড়া দিতে দেওয়া যাবে না।”
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 02, 2026 4:32 PM IST







