Healthy Fruit Piyal: বন্য ফল বলে তুচ্ছ করবেন না, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পিত্ত ঠান্ডা করে
- Published by:Pooja Basu
- local18
- Written by:Trending Desk
Last Updated:
Health Tips: বনবাদাড়ে পাওয়া ছোট্ট আকারের বেগুনি ও কালচে রঙের পিয়াল ফল আজকাল মানুষ বেশ পছন্দ করছে। ফলে হাট-বাজার সর্বত্রই এর দেখা মিলছে।
বন-জঙ্গলে পাওয়া পিয়াল ফল আজকাল চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। আর মজার বিষয় হল, পিয়াল নামের এই ফলটি পড়শি রাজ্য ঝাড়খণ্ডের কোডার্মা এলাকার বাজারগুলিতে ভালবাসার মিষ্টি নামেই বিকোচ্ছে।বনবাদাড়ে পাওয়া ছোট্ট আকারের বেগুনি ও কালচে রঙের পিয়াল ফল আজকাল মানুষ বেশ পছন্দ করছে। ফলে হাট-বাজার সর্বত্রই এর দেখা মিলছে।
advertisement
advertisement
মহুয়ার মরশুম শেষ হতে না হতেই পিয়াল, করমচা (যাকে কানুদা অথবা করোন্দা বলেও ডাকা হয়), কাঁঠাল এবং জঙ্গলের অন্যান্য ফল বাজারে একেবারে ছেয়ে যায়। আর আজকাল বিশেষ করে চতরার আঞ্চলিক বাজারে পিয়াল, করমচা ও কাঁঠালের দেখা মিলছে। বনাঞ্চলে প্রচুর পরিমাণে এই সব ফল পাওয়া যায়। পত্থলগড়া, নাওয়াডিহ, গাঙ্গুলী, মেরাল, দ্বারী এবং অন্যান্য বাজারে পিয়াল ফল এবং কাঁঠাল উভয়ই পাওয়া যাচ্ছে মাত্র ১০ টাকায়।
advertisement
চতরা-বালুমাথ, চতরা-হাজারীবাগ হয়ে কটকামসান্দি, চতরা-ডোবি পথ, চাতরা-সিমারিয়া-সহ বিভিন্ন রাস্তার পাশে শিশু ও গ্রামবাসীদের পিয়াল ও কাঁঠাল বিক্রি করতে দেখা যাচ্ছে। এই পিয়াল ফল লাভলং, কুন্ডা এবং অন্যান্য ব্লকেও সহজেই পাওয়া যায়। পত্থলগড়া, সিমারিয়া ও কটকামসান্দির সীমানা এলাকার বনাঞ্চলে পার্সিমন, পিয়াল, কাঁঠাল, করমচা ও অন্যান্য ফলের গাছ প্রচুর পরিমাণে পাওয়া যায়।
advertisement
advertisement