Health Care: ফ্রিতে মুঠো মুঠো মেলে এই পাতা! জেদি পাইলসের যন্ত্রণা কমে, সারে আলসারও! ১৫ দিনেই সমস্যার মুক্তি

Last Updated:
Health Care: দূর্বা ঘাস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এতে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়।
1/7
*আপনারও বাড়ির আশেপাশে রয়েছে নাকি এই ঘাস? জানেন কতটা ঔষধিগুণে ভরা এই ঘাস? অনেকেই দূর্বা ঘাস পুজোর জন্যই ব্যবহার করেন। তবে শুধু পুজো পার্বণে নয়, শরীর স্বাস্থ্য বজায় রাখতে, অনেক জটিল রোগও সারাতে পারে এই অবহেলিত আগাছা। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি। 
*আপনারও বাড়ির আশেপাশে রয়েছে নাকি এই ঘাস? জানেন কতটা ঔষধিগুণে ভরা এই ঘাস? অনেকেই দূর্বা ঘাস পুজোর জন্যই ব্যবহার করেন। তবে শুধু পুজো পার্বণে নয়, শরীর স্বাস্থ্য বজায় রাখতে, অনেক জটিল রোগও সারাতে পারে এই অবহেলিত আগাছা। প্রতিবেদনঃ পিয়া গুপ্তা। ফাইল ছবি।
advertisement
2/7
*যৌন রোগ, লিভারের রোগ, কোষ্ঠকাঠিন্যের মতো অনেক সমস্যার চিকিৎসায় এই ঘাসকে একটি ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক, রঞ্জন দাস জানান, শরীর ভাল রাখতে  ঘাস দূর্বা ঘাসের জুড়ি মেলা ভার। ফাইল ছবি। 
*যৌন রোগ, লিভারের রোগ, কোষ্ঠকাঠিন্যের মতো অনেক সমস্যার চিকিৎসায় এই ঘাসকে একটি ওষুধ হিসেবে বিবেচনা করা হয়। বিশিষ্ট আয়ুর্বেদিক চিকিৎসক, রঞ্জন দাস জানান, শরীর ভাল রাখতে  ঘাস দূর্বা ঘাসের জুড়ি মেলা ভার। ফাইল ছবি
advertisement
3/7
*দূর্বা ঘাসের স্বাদ কষা-মিষ্টি। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, পটাসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। মুখের ঘা নিরাময়ে এই ঘাস ভীষণ কার্যকরী। ফাইল ছবি। 
*দূর্বা ঘাসের স্বাদ কষা-মিষ্টি। এতে প্রোটিন, কার্বোহাইড্রেট, প্রোটিন, ক্যালসিয়াম, ফাইবার, পটাসিয়াম পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়। মুখের ঘা নিরাময়ে এই ঘাস ভীষণ কার্যকরী। ফাইল ছবি।
advertisement
4/7
*অনেক ধরনের পিত্ত ও কোষ্ঠকাঠিন্যের রোগ নিরাময়েও সাহায্য করে। দূর্বা ঘাস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এতে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়। ফাইল ছবি।
*অনেক ধরনের পিত্ত ও কোষ্ঠকাঠিন্যের রোগ নিরাময়েও সাহায্য করে। দূর্বা ঘাস শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কাজ করে। এতে উপস্থিত অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রোগের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা বাড়ায়। ফাইল ছবি।
advertisement
5/7
*যারা চুলকানি, ত্বকের ফুসকুড়ি ও একজিমার মতো সমস্যায় ভুগছেন তাঁরা হলুদের সঙ্গে এই ঘাস পিষে পেস্ট তৈরি করে ত্বকে লাগালে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দূর্বার রস পান করলে বারবার জলের পিপাসা পায় না। ফাইল ছবি। 
*যারা চুলকানি, ত্বকের ফুসকুড়ি ও একজিমার মতো সমস্যায় ভুগছেন তাঁরা হলুদের সঙ্গে এই ঘাস পিষে পেস্ট তৈরি করে ত্বকে লাগালে এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। দূর্বার রস পান করলে বারবার জলের পিপাসা পায় না। ফাইল ছবি।
advertisement
6/7
*যাদের  রক্তশূন্যতার সমস্যা রয়েছে তাদের কাছে  দূর্বার রস অমৃত। এই ঘাস শরীরের লোহিত রক্ত কণিকা বাড়াতেও কাজ করে। এটি খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। এ ছাড়া সকালে দূর্বা ঘাসের তাজা রস খেলে মানসিক রোগে অসাধারণ উপকার পাওয়া যায় এবং চর্মরোগ থেকেও মুক্তি পাওয়া যায়। ফাইল ছবি। 
*যাদের  রক্তশূন্যতার সমস্যা রয়েছে তাদের কাছে  দূর্বার রস অমৃত। এই ঘাস শরীরের লোহিত রক্ত কণিকা বাড়াতেও কাজ করে। এটি খেলে শরীরে হিমোগ্লোবিনের মাত্রা বেড়ে যায়। এ ছাড়া সকালে দূর্বা ঘাসের তাজা রস খেলে মানসিক রোগে অসাধারণ উপকার পাওয়া যায় এবং চর্মরোগ থেকেও মুক্তি পাওয়া যায়। ফাইল ছবি।
advertisement
7/7
*শরীরের কোনও জায়গা কেটে গেলে দূর্বা ঘাস পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে রক্ত পড়া সঙ্গে সঙ্গেই বন্ধ হয়। তাছাড়া বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস ২-৩ চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা পর পর খেলে বমি ভাব খুব সহজেই নির্মূল হয়। এইরকম বহু সমস্যা থেকে মুক্তি পেতে রোজ  খালি পেটে জল দিয়ে চিবিয়ে খেতে পারেন ২-৩টি দূর্বা ঘাস। ফাইল ছবি।
*শরীরের কোনও জায়গা কেটে গেলে দূর্বা ঘাস পিষে আক্রান্ত স্থানে প্রলেপ দিলে রক্ত পড়া সঙ্গে সঙ্গেই বন্ধ হয়। তাছাড়া বমি বমি ভাব বন্ধের জন্য দূর্বা ঘাসের রস ২-৩ চামচ অল্প চিনির সঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা পর পর খেলে বমি ভাব খুব সহজেই নির্মূল হয়। এইরকম বহু সমস্যা থেকে মুক্তি পেতে রোজ  খালি পেটে জল দিয়ে চিবিয়ে খেতে পারেন ২-৩টি দূর্বা ঘাস। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement