High Cholesterol Control Tips: ছোট্ট বীজের চাটনিতেই কোলেস্টেরল সাফ! এনার্জিতে ফুটবে শরীর, সারাদিন চাঙ্গা চনমনে মন, হার্ট থাকবে সুপার হিট, সুপার ফিট

Last Updated:
ফ্ল্যাক্স বীজকে সুপারফুডও বলা হয়ে থাকে। এই ছোট ছোট বীজ দেখতে ছোট হলেও তাতে শক্তি ভরপুর থাকে। আয়ুর্বেদ থেকে আধুনিক বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রেই ফ্যাক্স বীজকে ভীষণ কার্যকর হিসাবে ধরা হয়।
1/7
তিসির বীজ বা ফ্ল্যাক্সসিডে ফাইবার এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি থাকে, যা ইউরিক অ্যাসিড নিয়ন্ত্রণে সাহায্য করে। এগুলো জয়েন্টগুলোতে ইউরিক অ্যাসিড স্ফটিক তৈরিতে বাধা দেয়, যার ফলে ব্যথা এবং ফোলাভাব কমে। আখরোট কিডনির কার্যকারিতা উন্নত করতে এবং প্রস্রাবের মাধ্যমে ইউরিক অ্যাসিড নির্মূল করতে সাহায্য করে। এগুলিতে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের মতো খনিজ পদার্থও রয়েছে, যা শরীরকে বিষমুক্ত করতে সহায়ক।
ফ্ল্যাক্স সিডকে সুপারফুডও বলা হয়ে থাকে। এই ছোট ছোট বীজ দেখতে ছোট হলেও তাতে শক্তি ভরপুর থাকে। আয়ুর্বেদ থেকে আধুনিক বিজ্ঞান প্রতিটি ক্ষেত্রেই ফ্যাক্স বীজকে ভীষণ কার্যকর হিসাবে ধরা হয়।
advertisement
2/7
হাই কোলেস্টেরল নিয়ন্ত্রিত করার ক্ষেত্রে খাবার দাবার ও জীবনশৈলীর দিকে বিশেষ ভাবে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
কোলেস্টেরল নিয়ন্ত্রণে এই ধরনের বীজ অত্যন্ত উপযোগী।
চাটনি বানিয়েও তা খাওয়া যেতে পারে।
advertisement
3/7
হার্ট বা হৃদয়কে ভাল রাখে, ব্লাড সার্কুলেশন হার্ট সংক্রান্ত সমস্যা গোড়া থেকে উপড়ে ফেলে ৷ প্রতীকী ছবি ৷
এই প্রসঙ্গে, মাদ্রাজ মেডিক্যাল কলেজের ডাক্তার সরোজ গৌতম জানান, ফ্ল্যাক্স সিড ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড, ফাইবার, লিগনানস এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।
advertisement
4/7
এক চা চামচ এক গ্লাস ঈষৎ উষ্ণ জলে মিশিয়ে পান করতে হবে শরীর থাকবে অত্যন্ত পরিমাণে টানটান ৷ অনেকটাই উপকার পাবেন ৷ প্রতীকী ছবি ৷
বাজে কোলেস্টেরল দূরে রাখতে-
ফ্ল্যাক্স বীজে ফাইবার থাকে যার ফলে বাজে কোলেস্টেরল বা এলডিএল দূরে থাকে। ফাইবার ক্ষুদ্রান্ত্রে শোষিত হয়ে কোলেস্টেরলকে নিয়ন্ত্রণ রাখে। এরফলে হার্ট ভাল থাকে। এই চাটনি খেলে রক্তের লিপিড লেভেল ভাল থাকে।
advertisement
5/7
ওজন কমায়-- আর মাছের প্রোটিন মেটাবলিজম উন্নত করে, ওজন কমায়। Image: News18
ওজন ঝরাতে - ফ্ল্যাক্স বীজে লিগনানস থাকায় তা হরমোনের সামঞ্জস্য বজায় রাখে। মহিলাদের ক্ষেত্রে তা কার্যকর। এছাড়াও, রক্তচাপ নিয়ন্ত্রণে, ডায়বেটিস নিয়ন্ত্রণেও রাখতে সাহায্য রাখে।
advertisement
6/7
 ফ্ল্যাক্স বীজের সঙ্গে রোষ্টেড পিনাট, রসুন, শুকনো লঙ্কা, জিরা গুঁড়ো এবং স্বাদমতো নুন মিক্সারে মিশিয়ে নিতে হবে।এই চাটনি পরোটা, রুটি এবং ভাতের সঙ্গে খেতে পারেন। যদিও, মনে রাখবেন বেশি না অল্প মাত্রায় এই চাটনি খেতে হবে। ১ থেকে ২ টেবিল চামচ একদিনের জন্য যথেষ্ট।
ফ্ল্যাক্স বীজের সঙ্গে রোষ্টেড পিনাট, রসুন, শুকনো লঙ্কা, জিরা গুঁড়ো এবং স্বাদমতো নুন মিক্সারে মিশিয়ে নিতে হবে।
এই চাটনি পরোটা, রুটি এবং ভাতের সঙ্গে খেতে পারেন। যদিও, মনে রাখবেন বেশি না অল্প মাত্রায় এই চাটনি খেতে হবে। ১ থেকে ২ টেবিল চামচ একদিনের জন্য যথেষ্ট।
advertisement
7/7
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷
Disclaimer: উপরোক্ত বিষয়গুলি ঘরোয়া টোটকা কোনও চিকিৎসা বা ওষুধের বিকল্প নয়, ব্যবহারিক প্রয়োগের আগে চিকিৎসকের পরামর্শ আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
advertisement
advertisement