National Protein Day 2022: প্রতিদিন আপনার শরীরে কতটা প্রোটিন জরুরি, জেনে নিন...
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
National Protein Day 2022: মাছ-মাংস-দুধ-ডিম শুধু খেলেই হবে না। কী পরিমাপে খাবেন, সেটাও জানা জরুরি। জাতীয় প্রোটিন দিবসে আপনার জন্য় রইল সেই তালিকা।
advertisement
advertisement
বিশেষজ্ঞদের গবেষণা অনুসারে, শরীরে প্রোটিনের অনুপাতের ভারসাম্য বজায় রাখার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ খাওয়া দরকার। একজন ব্যক্তির শরীরের ওজনের প্রতি কিলোগ্রামের ভিত্তিতে ০.৮ গ্রাম প্রোটিন গ্রহণ করা প্রয়োজন। উদাহরণস্বরূপ, যদি একজন ব্যক্তির ওজন ৯০ কিলো হয়, তবে তাঁকে প্রতিদিন ৭২ গ্রাম প্রোটিন গ্রহণ করতে হবে।
advertisement