এত সুস্বাদু সুগন্ধি আম যে দেখলেই জিভে জল! ২৪ ঘণ্টা খোলা রাখতে হচ্ছে 'ফলের রাজা'র বাজার, ঘুরে আসুন!

Last Updated:
মালদহের গৌড় মালদা স্টেশন লাগোয়া ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ২৪ ঘন্টা খোলা আমের বাজারে হিমসাগর, ফজলি, লক্ষণ ভোগ সহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম পাওয়া যাচ্ছে!
1/6
শুধু হাসপাতাল পরিষেবা নয় মালদহে এবারে ২৪ ঘন্টা পাওয়া যাচ্ছে আমও। ২৪ ঘন্টাই মালদহের এই বাজারে পাবেন মালদহের বিখ্যাত সব আম। হিমসাগর, ফজলি, লক্ষণ ভোগ সহ একাধিক প্রজাতির সুস্বাদু আম মিলবে এই বাজারে।
শুধু হাসপাতাল পরিষেবা নয় মালদহে এবারে ২৪ ঘণ্টা পাওয়া যাচ্ছে আমও। ২৪ ঘন্টাই মালদহের এই বাজারে পাবেন মালদহের বিখ্যাত সব আম। হিমসাগর, ফজলি, লক্ষণ ভোগ-সহ একাধিক প্রজাতির সুস্বাদু আম মিলবে এই বাজারে।
advertisement
2/6
মালদহের গৌড় মালদা স্টেশন লাগোয়া ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ২৪ ঘন্টায় খোলা আমের এই বাজার। এই বাজারে আম কেনা কাটার জন্য ভিড় জমাচ্ছে জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন। জাতীয় সড়কের ধারে হওয়ায় এই আমের বাজার দেখে গাড়ি থামিয়ে করছেন দামদর।
মালদহের গৌড় মালদা স্টেশন লাগোয়া ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ২৪ ঘন্টায় খোলা আমের এই বাজার। এই বাজারে আম কেনা কাটার জন্য ভিড় জমাচ্ছে জেলা থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তের মানুষজন। জাতীয় সড়কের ধারে হওয়ায় এই আমের বাজার দেখে গাড়ি থামিয়ে করছেন দামদর।
advertisement
3/6
কেউ বিক্রি করছেন ২০-২৫ টাকা কিলো আবার কেউ বিক্রি করছেন ৩৫ টাকা কিলো আম। এক‌ই প্রজাতির আমের বিভিন্ন রকম দাম রয়েছে এই বাজারে। এই বাজারে জলের দরে বিক্রি হচ্ছে মালদহের বিভিন্ন সুস্বাদু বিখ্যাত আম।
কেউ বিক্রি করছেন ২০-২৫ টাকা কিলো আবার কেউ বিক্রি করছেন ৩৫ টাকা কিলো আম। এক‌ই প্রজাতির আমের বিভিন্ন রকম দাম রয়েছে এই বাজারে। এই বাজারে জলের দরে বিক্রি হচ্ছে মালদহের বিভিন্ন সুস্বাদু বিখ্যাত আম।
advertisement
4/6
আম বিক্রেতা বিশ্বজিৎ মন্ডল জানান,
আম বিক্রেতা বিশ্বজিৎ মন্ডল জানান, "প্রতিবছরই এই জাতীয় সড়কের ধারে আমরা আম বিক্রি করি। গ্রাম এবং গ্রামের আশেপাশের বাগান থেকে আম ভেঙে এনে এখানে এসে বিক্রি করে অনেকে। সেই আম কিনে আমরা ২৪ ঘন্টা এই দোকান খোলা রেখে বিক্রি করি। যদিও গত বছরের তুলনায় এবছর আমের ভাল দাম পাওয়া যাচ্ছে না।"
advertisement
5/6
এক ক্রেতা রাজু মন্ডল জানান,
এক ক্রেতা রাজু মন্ডল জানান, "শুনেছি মালদহের আম বিখ্যাত তাই রাস্তার ধারে এই বাজার দেখে আম কিনতে দাঁড়ালাম। দক্ষিণ দিনাজপুর থেকে গাড়ি নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে আসা-যাওয়ার সময় দিনরাত এই বাজার খোলা দেখতে পায়। তাই আজকে যাওয়ার পথে ৫০ কিলো আম কিনলাম। খুব সস্তায় এখানে আম পাওয়া যাচ্ছে। তাই অনেকগুলো আম কিনেছি"।
advertisement
6/6
মালদহের এই বাজারে প্রতি বছরই প্রায় ৩০ থেকে ৪০ টি আমের দোকান বসে। জাতীয় সড়কে রাতদিন গাড়ি চলাচল থাকায় ২৪ ঘন্টাই আম বিক্রি হয়। মূলত বিকেল ৩ থেকে রাত ১১ টার অব্দি ব্যাপক ভিড় জমে এই আম বাজারে। তাই ২৪ ঘন্টাই খোলা থাকে এই আমের বাজার।
মালদহের এই বাজারে প্রতি বছরই প্রায় ৩০ থেকে ৪০ টি আমের দোকান বসে। জাতীয় সড়কে রাতদিন গাড়ি চলাচল থাকায় ২৪ ঘন্টাই আম বিক্রি হয়। মূলত বিকেল ৩ থেকে রাত ১১ টা পর্যন্ত ব্যাপক ভিড় জমে এই আম বাজারে। তাই ২৪ ঘন্টাই খোলা থাকে এই আমের বাজার।
advertisement
advertisement
advertisement