এত সুস্বাদু সুগন্ধি আম যে দেখলেই জিভে জল! ২৪ ঘণ্টা খোলা রাখতে হচ্ছে 'ফলের রাজা'র বাজার, ঘুরে আসুন!
- Published by:Tias Banerjee
- local18
- Reported by:Jiam Momin
Last Updated:
মালদহের গৌড় মালদা স্টেশন লাগোয়া ১২ নম্বর জাতীয় সড়কের ধারে ২৪ ঘন্টা খোলা আমের বাজারে হিমসাগর, ফজলি, লক্ষণ ভোগ সহ বিভিন্ন প্রজাতির সুস্বাদু আম পাওয়া যাচ্ছে!
advertisement
advertisement
advertisement
advertisement
এক ক্রেতা রাজু মন্ডল জানান, "শুনেছি মালদহের আম বিখ্যাত তাই রাস্তার ধারে এই বাজার দেখে আম কিনতে দাঁড়ালাম। দক্ষিণ দিনাজপুর থেকে গাড়ি নিয়ে বর্ধমানের উদ্দেশ্যে যাচ্ছিলাম। রাস্তা দিয়ে আসা-যাওয়ার সময় দিনরাত এই বাজার খোলা দেখতে পায়। তাই আজকে যাওয়ার পথে ৫০ কিলো আম কিনলাম। খুব সস্তায় এখানে আম পাওয়া যাচ্ছে। তাই অনেকগুলো আম কিনেছি"।
advertisement