হিন্দু শাস্ত্রে এক একদিন এক এক দেবতার পুজো করলে বিশেষ ফল পাওয়া যায় বলেই বিশ্বাস ৷ যেমন সোমা বার শিবপুজো, মঙ্গলবার হনুমান পুজো, বুধবার গণেশ পুজো, বৃহস্পতিবার লক্ষ্মী ও নারায়ণ পুজো, শুক্রবার সন্তোষী মা ও মা দুর্গার আরাধনার দিন, শনিবার গ্রহরাজ শনিদেবের পুজোর দিন আর রবিবার সূর্যদেবের পুজোর দিন ৷ প্রতীকী ছবি ৷