ঘরময় থিকথিক করছে 'তেলাপোকা'...! ১ মিনিটে ভ্যানিশ হবে, শিখে নিন তাড়ানোর সবচেয়ে সহজ 'ট্রিক'!

Last Updated:
Telapoka Tips And Tricks: তেলাপোকার উপদ্রবে নাজেহাল হননি এমন মানুষ ভূ-ভারতে খুঁজে পাওয়া দায়! বাড়িতে রান্নাঘরে কৌটো সরাতে গেলেই বিড়বিড় করতে থাকে কখনও তেলাপোকাদের দল, আবার কখনও বাথরুমের মেঝেতে থিকথিক করতে দেখা যায় ওদের। যেখানে খাবার খুঁজে পায় তারা সেখানেই সকলের অলক্ষ্যে আস্তানা তৈরি করে ফেলে নিমেষের মধ্যে।
1/12
বাড়িতে তেলাপোকার উপদ্রবে নাজেহাল হননি এমন মানুষ ভূ-ভারতে খুঁজে পাওয়া দায়! রান্নাঘরই হোক, বা বাথরুম, সবার বাড়িতেই কম বেশি তেলাপোকা খুঁজে পাওয়া যায়। বিশেষ করে অন্ধকার জায়গা, স্যাতস্যাতে জায়গা ও রান্নাঘরেই এদের উৎপাত বেশি!
বাড়িতে তেলাপোকার উপদ্রবে নাজেহাল হননি এমন মানুষ ভূ-ভারতে খুঁজে পাওয়া দায়! রান্নাঘরই হোক, বা বাথরুম, সবার বাড়িতেই কম বেশি তেলাপোকা খুঁজে পাওয়া যায়। বিশেষ করে অন্ধকার জায়গা, স্যাতস্যাতে জায়গা ও রান্নাঘরেই এদের উৎপাত বেশি!
advertisement
2/12
বাড়িতে রান্নাঘরে কৌটো সরাতে গেলেই বিড়বিড় করতে থাকে কখনও তেলাপোকাদের দল, আবার কখনও বাথরুমের মেঝেতে থিকথিক করতে দেখা যায় ওদের। যেখানে খাবার খুঁজে পায় তারা সেখানেই সকলের অলক্ষ্যে আস্তানা তৈরি করে ফেলে নিমেষের মধ্যে।
বাড়িতে রান্নাঘরে কৌটো সরাতে গেলেই বিড়বিড় করতে থাকে কখনও তেলাপোকাদের দল, আবার কখনও বাথরুমের মেঝেতে থিকথিক করতে দেখা যায় ওদের। যেখানে খাবার খুঁজে পায় তারা সেখানেই সকলের অলক্ষ্যে আস্তানা তৈরি করে ফেলে নিমেষের মধ্যে।
advertisement
3/12
আর অতিথিদের সামনে নাস্তানাবুদ করে ছাড়ে আপনাকে। হঠাৎ বেরিয়ে এসে এদিক ওদিক ঘুরতে থাকে আর আমরা স্প্রে নিয়ে পিছু ধাওয়া করি এই গা ঘিনঘিনে পোকাকূলের। কিন্তু জানেন কী এতো দামি দামি রাসায়নিক ঠাসা স্প্রে আদতে যা কাজ দেয় তার থেকেও বেশি কার্যকরী হতে পারে কিছু ঘরোয়া টোটকা!
আর অতিথিদের সামনে নাস্তানাবুদ করে ছাড়ে আপনাকে। হঠাৎ বেরিয়ে এসে এদিক ওদিক ঘুরতে থাকে আর আমরা স্প্রে নিয়ে পিছু ধাওয়া করি এই গা ঘিনঘিনে পোকাকূলের। কিন্তু জানেন কী এতো দামি দামি রাসায়নিক ঠাসা স্প্রে আদতে যা কাজ দেয় তার থেকেও বেশি কার্যকরী হতে পারে কিছু ঘরোয়া টোটকা!
advertisement
4/12
আসলে গরমে তেলাপোকা, ছারপোকা, আরশোলা টিকটিকির উৎপাত বাড়লেও শীতকাল হলেও কিন্তু এদের হাত থেকে নিস্তারের যো নেই। এই কিছু কিছু পোকামাকড়ের সঙ্গে আমাদের সহবাস যেন পিছুই ছাড়ে না।
আসলে গরমে তেলাপোকা, ছারপোকা, আরশোলা টিকটিকির উৎপাত বাড়লেও শীতকাল হলেও কিন্তু এদের হাত থেকে নিস্তারের যো নেই। এই কিছু কিছু পোকামাকড়ের সঙ্গে আমাদের সহবাস যেন পিছুই ছাড়ে না।
advertisement
5/12
এর মধ্যে একটি হল 'তেলাপোকা'। ছারপোকা, উইপোকার মতোই আপনার বাড়িতে মুহূর্তের মধ্যে বংশবিস্তার করে জীবন দুর্বিষহ করে তোলে এই তেলাপোকা বা বাচ্চা আরশোলার দল।
এর মধ্যে একটি হল 'তেলাপোকা'। ছারপোকা, উইপোকার মতোই আপনার বাড়িতে মুহূর্তের মধ্যে বংশবিস্তার করে জীবন দুর্বিষহ করে তোলে এই তেলাপোকা বা বাচ্চা আরশোলার দল।
advertisement
6/12
তবে টেনশন করবেন না! আজ এই প্রতিবেদনেই আমরা বাতলে দেব এমন সহজ প্রাকৃতিক কৌশল যা নিমেষে এলাকাছাড়া করবে তেলাপোকাদের। রইল ৫ বিশেষ পরীক্ষিত উপায়, যাতে মিনিটের মধ্যে আপনার বাড়ি থেকে তেলাপোকারা দূর হবে জাস্ট ম্যাজিকের মতো।
তবে টেনশন করবেন না! আজ এই প্রতিবেদনেই আমরা বাতলে দেব এমন সহজ প্রাকৃতিক কৌশল যা নিমেষে এলাকাছাড়া করবে তেলাপোকাদের। রইল ৫ বিশেষ পরীক্ষিত উপায়, যাতে মিনিটের মধ্যে আপনার বাড়ি থেকে তেলাপোকারা দূর হবে জাস্ট ম্যাজিকের মতো।
advertisement
7/12
– হেয়ার স্প্রে ব্যবহার করে খুব সহজেই তেলাপোকা তাড়াতে পারবেন। এদের দেখলেই গায়ে এই ঘরোয়া স্প্রে দিয়ে স্প্রে করুন। এটি করার ফলে ওদের পা ও ডানাগুলো আর নড়াতে পারবে না। এরপর ধীরে ধীরে এলাকা ছাড়বে।
– হেয়ার স্প্রে ব্যবহার করে খুব সহজেই তেলাপোকা তাড়াতে পারবেন। এদের দেখলেই গায়ে এই ঘরোয়া স্প্রে দিয়ে স্প্রে করুন। এটি করার ফলে ওদের পা ও ডানাগুলো আর নড়াতে পারবে না। এরপর ধীরে ধীরে এলাকা ছাড়বে।
advertisement
8/12
-- ২৫০ গ্রাম জলে ৪ চা-চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে নিন। জল কম নিলে স্যাভলন-ও কম নেবেন। এবার ডেটল বা স্যাভলন মেশানো জল একটি স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব রয়েছে যেমন রান্নাঘরে তাকে, মেঝেতে, সিঙ্কের নীচে ছড়িয়ে দিন।
-- ২৫০ গ্রাম জলে ৪ চা-চামচ স্যাভলন বা ডেটল মিশিয়ে নিন। জল কম নিলে স্যাভলন-ও কম নেবেন। এবার ডেটল বা স্যাভলন মেশানো জল একটি স্প্রে বোতলে ভরে যেখানে যেখানে তেলাপোকার উপদ্রব রয়েছে যেমন রান্নাঘরে তাকে, মেঝেতে, সিঙ্কের নীচে ছড়িয়ে দিন।
advertisement
9/12
---তেলাপোকার বাসা কোথায় তা জানলে সেখানে তেজপাতা ছড়িয়ে দিন। গন্ধ সহ্য করতে না পেরে দেখবেন তারা আপনার ঘর ছেড়ে নতুন বাড়ি খুঁজতে চলে যাবে।
---তেলাপোকার বাসা কোথায় তা জানলে সেখানে তেজপাতা ছড়িয়ে দিন। গন্ধ সহ্য করতে না পেরে দেখবেন তারা আপনার ঘর ছেড়ে নতুন বাড়ি খুঁজতে চলে যাবে।
advertisement
10/12
শশা দিয়ে আরেকটি উপায়ও অত্যন্ত কার্যকরী:গোল গোল করে শশা কেটে নিন। খোসা-সহ কাটবেন। এবার শশাগুলো মিক্সিতে ব্লেন্ড করে নিন। একটা শশার মধ্যে ৩ টেবিল চামচ জল মিশিয়ে ব্লেন্ড করুন।
শশা দিয়ে আরেকটি উপায়ও অত্যন্ত কার্যকরী:গোল গোল করে শশা কেটে নিন। খোসা-সহ কাটবেন। এবার শশাগুলো মিক্সিতে ব্লেন্ড করে নিন। একটা শশার মধ্যে ৩ টেবিল চামচ জল মিশিয়ে ব্লেন্ড করুন।
advertisement
11/12
এবার একটি ব্রাশে শশার মিশ্রণ লাগিয়ে যেখানে যেখানে তেলাপোকাদের উপদ্রব বেশি সেখানে লাগিয়ে দিন। ৫ মিনিটের মধ্যে পালাবার পথ পাবে না তেলাপোকা।
এবার একটি ব্রাশে শশার মিশ্রণ লাগিয়ে যেখানে যেখানে তেলাপোকাদের উপদ্রব বেশি সেখানে লাগিয়ে দিন। ৫ মিনিটের মধ্যে পালাবার পথ পাবে না তেলাপোকা।
advertisement
12/12
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
advertisement
advertisement
advertisement