Tej Pata Water Benefits: দিনে জাস্ট এক ‘গ্লাস’...! হাই সুগার-কোলেস্টেরলের সবচেয়ে সস্তা চিকিৎসা এই ‘পাতার’ জল!
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
Tej Pata Water Benefits: তেজপাতা (Tej Pata leaves) মানুষের শরীরে নানারকম পুষ্টির অভাবও দূর করতে সাহায্য করে৷ তেজপাতা ফোটানো জলের নানারকম উপকারিতা রয়েছে৷ তার মধ্যে প্রধানত এটি কোলেস্টরল কমাতে সাহায্য করে৷ এ ছাড়াও এটি পরিপাকতন্ত্রের উন্নতিও ঘটায়৷
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, প্রথমে একটি পাত্রে দেড় গ্লাস জল নিন৷ তারপর ৩ থেকে ৪টি তেজপাতা দিয়ে সেই জল ফুটিয়ে নিন৷ জল ফুটে একেবারে অর্ধেক না হওয়া পর্যন্ত ফুটিয়ে যান৷ তার পর জল ছেঁকে সেটি ঠান্ডা করে পান করুন৷ এটি খেতে হবে সকালে, খালি পেটে৷(Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন)