Tarapith Hotel Booking: দোলের উইকএন্ডে তারাপীঠ, হোটেলের পক্ষ থেকে নেওয়া হয়েছে নয়া সিদ্ধান্ত, না জানলে পস্তাবেন
- Published by:Debalina Datta
- hyperlocal
- Reported by:Souvik Roy
Last Updated:
Holi Trip: দোলের উইকএন্ডে যাচ্ছেন নাকি তারাপীঠ, নিয়ম জেনেছেন তো, হোটেল কর্তৃপক্ষ দিচ্ছে বাম্পার খবর
বীরভূম: সামনের মাসের ১৪ তারিখ বসন্ত উৎসব।এবছরও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের বসন্ত উৎসবে প্রবেশের অনুমতি মিলবে সাধারণ পর্যটকদের।গত বছরের মতই শুধুমাত্র বিশ্বভারতীর ছাত্র-শিক্ষকরাই নিজেদের মধ্যে এই উৎসব পালন করবেন।সুতরাং সেখানে পর্যটকদের আনাগোনা থাকবে কম। অন্যদিকে ওইদিন তারাপীঠ মন্দিরে হয় ভক্তদের বেশি ভিড়। সব মিলিয়ে এই সময় হোটেল ভাড়া নিয়ে সমস্যায় থাকেন পর্যটকেরা।
advertisement
advertisement
advertisement
তবে যেহেতু এই বছর বিশ্বভারতীর বসন্ত উৎসবে প্রবেশ করতে পারবেন না সাধারণ পর্যটকেরা সেই জায়গায় দাঁড়িয়ে তারাপীঠ এলাকায় ব্যাপক ভিড়ের সম্ভাবনা আশা করা হয়েছে।সেক্ষেত্রে কেমন রাখা হয়েছে হোটেলের ভাড়া! এই বিষয়ে তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সুনীল গিরি জানান পর্যটকদের আকর্ষণ করার জন্য এই বছর প্রায় ৩০ শতাংশ পর্যন্ত বড় হোটেলে ছাড় দেওয়া হয়েছে।
advertisement