Tape Worm And Cabbage: বাঁধাকপিতে আতঙ্ক? ফিতা কৃমি ঢুকে পড়ছে ব্রেনে? বিকল করছে মস্তিষ্ক? যা বলছে গবেষণা
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
Tape Worm And Cabbage: মনে করা হয়, কাঁচা বাঁধাকপি খেলে ফিতা কৃমি বা টেপ ওয়ার্মের সংক্রমণ ঘটতে পারে, যা স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করে এবং মস্তিষ্কে নিউরোসিস্টিসারকোসিস রোগের সৃষ্টি করতে পারে। এই ধারণা কি সত্যি? যা বলছে বিশেষজ্ঞরা
জিরে আদা দিয়ে রোজকার সাধারণ তরকারি হোক কী চিংড়ির মিশেলে...বাঙালিদের বড় আদরের সবজি বাঁধাকপি! আগে শুধু শীতকালেই বাঁধাকপি মিলত,এখন বছরভরই বাজারে বাঁধাকপি। এই সবজিটি নিয়ে মানুষের মনে অনেক ভ্রান্ত ধারণা ও মিথ রয়েছে! যেমন কাঁচা বাঁধাকপি খেলে দেহে ফিতা কৃমি বা টেপওয়ার্ম প্রবেশ করতে পারে এবং নিউরোসিস্টিসারকোসিস-এর মতো মারাত্মক রোগ সৃষ্টি করতে পারে। এই ধারণা কতটা ঠিক? কতটা ভুল? কাঁচা বাঁধাকপি খাওয়া কি নিরাপদ?
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সবশেষে বলা যায়, বাঁধাকপি খাওয়া মস্তিষ্ক বা শরীরে ফিতা কৃমির সংক্রমণের কারণ নয়। তবে, যে-কোনও সবজি যদি অস্বাস্থ্যকর পরিবেশে চাষ করা হয়, তাহলে সংক্রমণের ঝুঁকি থাকতে পারে। তাই সবজি ভালভাবে ধুয়ে তারপর খান।শূকর মাংসের ক্ষেত্রে অবশ্যই নিশ্চিত করতে হবে যে সেটি খামারে পালন করা, পরিষ্কার ও যথাযথভাবে রান্না করা হয়েছে।