মশার উৎপাতে নাজেহাল ? জেনে নিন মশা তাড়ানোর সহজ ঘরোয়া টোটকা...

Last Updated:
এই সহজ পদ্ধতিতে ঘর থেকে মশা তাড়ান, সুস্থ থাকুন
1/5
লেবু কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গাঁথবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। photo source collected
লেবু কেটে ভেতরের অংশে অনেকগুলো লবঙ্গ গেঁথে দিন। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গাঁথবেন শুধুমাত্র লবঙ্গের মাথার দিকের অংশ বাইরে থাকবে। এরপর লেবুর টুকরাগুলো একটি প্লেটে করে ঘরের কোণায় রেখে দিন। ব্যস, এতে বেশ কয়েকদিন মশার উপদ্রব থেকে মুক্ত থাকতে পারবেন। photo source collected
advertisement
2/5
নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ আছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভাল। তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন মশা আপনার ধারে কাছে আসবে না।  একটি ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে ৫ থেকে ৬ টা পুদিনা রেখে দিন ঘরের যে কোনও জায়গায়। দেখবেন ঘরের সব মশা পালিয়েছে। photo source collected
নিমের মশা তাড়ানোর বিশেষ একটি গুণ আছে। নিমের তেল ত্বকের জন্যও বেশ ভাল। তাই একসাথে দুটি উপকার পেতে ব্যবহার করতে পারেন নিমের তেল। সমপরিমাণ নিমের তেল ও নারকেল তেল মিশিয়ে ত্বকে লাগিয়ে নিন। দেখবেন মশা আপনার ধারে কাছে আসবে না। একটি ছোট গ্লাসে একটু জল নিয়ে তাতে ৫ থেকে ৬ টা পুদিনা রেখে দিন ঘরের যে কোনও জায়গায়। দেখবেন ঘরের সব মশা পালিয়েছে। photo source collected
advertisement
3/5
প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে সহজে রেহাই পাওয়া যায়। photo source collected
প্রতিদিন নিশিন্দা ও নিমপাতার গুঁড়ো ধুনোর সঙ্গে ব্যবহার করলে মশার হাত থেকে সহজে রেহাই পাওয়া যায়। photo source collected
advertisement
4/5
ব্যবহার করা চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে।  photo source collected
ব্যবহার করা চা-পাতা ফেলে না দিয়ে ভাল করে রোদে শুকিয়ে নিন। এইভাবে ওই চা পাতা ধুনোর বদলে ব্যবহার করুন। শুকনো চা পাতা পোড়ানো ধোঁয়ায় ঘরের সমস্ত মশা, মাছি পালিয়ে যাবে। photo source collected
advertisement
5/5
মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। ৫০ গ্রাম কর্পূর বাটিতে জল নিয়ে ভিজিয়ে রাখুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। সঙ্গে সঙ্গে মশা গায়েব হয়ে যাবে। photo source collected
মশা কর্পূরের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। ৫০ গ্রাম কর্পূর বাটিতে জল নিয়ে ভিজিয়ে রাখুন। এরপর এটি ঘরের কোণে রেখে দিন। সঙ্গে সঙ্গে মশা গায়েব হয়ে যাবে। photo source collected
advertisement
advertisement
advertisement