Summer Vacation Travel Plan: হাতে লম্বা ছুটি? ঘুরে আসুন এই ৫ জায়গা থেকে, আজীবন স্মৃতি হয়ে থাকবে
- Published by:Raima Chakraborty
- trending desk
- Reported by:Trending Desk
Last Updated:
Summer Vacation Travel Plan: যদি কেউ বেড়াতে গিয়ে সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে প্রাকৃতিক বিস্ময় এবং ইতিহাস খুঁজে দেখতে চান, তাহলে এই ৫ জায়গা তাঁদের জন্য আদর্শ।
advertisement
advertisement
advertisement
কেরল, ভারত: কেরলকে ‘ভারতের দক্ষিণ পশ্চিম অঞ্চলের রত্ন’ বলে অভিহিত করেছে ন্যাশনাল জিওগ্রাফিক ট্রাভেলার। ঝর্না, চা বাগান, তাল গাছে ঘেরা সমুদ্রসৈকত আর জিভে জল আনা খাবার। কী নেই! প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই কেরলের নামডাক। এখানে এলে মুন্নার পাহাড়ে যেতেই হবে। কোভালাম বা ভারকালের সৌন্দর্যও উপভোগ করতে হবে চেটেপুটে।
advertisement
আইসল্যান্ড: প্রকৃতি এখানে নিজেকে সাজিয়েছে নিজের মতো। যেন ক্যানভাসে আঁকা বিখ্যাত কোনও চিত্রশিল্পীর ছবি। গলফস জলপ্রপাত তো দেখতেই হবে। আর দেখতে হবে নর্দান লাইটস। আকাশ জুড়ে নেচে বেড়ায় রঙবেরঙের আলো। এ এক অনন্য অভিজ্ঞতা। এছাড়া হলগ্রিমস্কির্কজা, ৭৩ মিটার উঁচু টাওয়ার-সহ দেশের বৃহত্তম গির্জা এবং সান ভয়েজার তো রয়েইছে।
advertisement
advertisement