অনেকেরই মনে হয় ঠোঁট ফাটে শুধুমাত্র শীতকাল বা ঠান্ডার সময় ৷ না, তা একবারেই নয় ৷ কারণ ডাক্তারদের রিসার্চ বলছে, শীত, গরম, হেমন্ত, বসন্ত- সব সময়ই ফাটতে পারে আপনার ঠৌঁট ৷ রিসার্চের পাওয়া তথ্য অনুযায়ী, ঋতু- সঙ্গে কোনও সম্পর্কই নেই ঠোঁট ফাটার ৷ অপর দিকে শরীরে যদি জলের ঘাটতি দেখা দেয় তাহলে এই সমস্যা হতে পারে।
মুখের মধ্যে সবচেয়ে নরম জায়গাই হল ঠোঁট ৷ ঠোঁটে রোমকূপ না থাকায় আরও বেশি সেনসিটিভ জায়গা এই ঠোঁট ৷ আবহাওয়ার সঙ্গে তাই তাল মেলাতে গিয়ে মাঝে মধ্যেই বিপাকে পড়তে হয় ঠোঁটকে৷ আর সেই বিপাকের এক রূপই হল ঠোঁট ফাটা, ঠোঁট শুকিয়ে যাওয়া, চামড়া ওঠা, রক্ত বার হওয়া ৷ কিন্তু কীভাবে সুন্দর ও সুস্থ রাখবেন ঠোঁটকে ? জেনে নিন