এসি-কুলার সুইচ অফ করে দিন...! গরমেও 'বরফের' মতো 'ঠান্ডা' হবে ঘর, ছাদে করুন 'ছোট্ট' কাজ, এসে গেল 'সুপারকুল' টেকনিক
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Summer: গরমের দিনে ছাদ থেকে আসা অতিরিক্ত তাপ যেভাবে ঘরকে অসহনীয় করে তোলে, তাতে এই কয়েকটি সহজ উপায় মেনে চললেই এই সমস্যা দূর করতে পারবেন। তাই গরম জাকিয়ে পড়ার আগেই এই পদ্ধতিগুলি অবলম্বন করুন এবং উত্তপ্ত ঘরকে রাখুন ঠান্ডা ঠান্ডা কুল কুল। ছোট্ট কয়েকটি টেকনিকে আপনার ঘর এতটাই ঠান্ডা হতে পারে যে আপনার এসি বা কুলারের প্রয়োজনই হবে না। আসুন জেনে নেওয়া যাক ঠিক কী কী কৌশল ব্যবহার করতে হবে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
ছাদে বাগান করুন: ছাদকে ঠান্ডা রাখার সবচেয়ে কার্যকরী উপায়গুলির মধ্যে একটি হল ছাদে বাগান তৈরি করা। যদি আপনার বাড়ির ছাদে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকে, তাহলে সেখানে টব বা গামলায় করে বিভিন্ন ধরনের গাছ লাগান। আপনি চাইলে বিভিন্ন ঘাসও বিছিয়ে দিতে পারেন। কারণ গাছপালা সূর্যের আলো শোষণ করে না। এতে ছাদ সরাসরি উত্তপ্ত হবে না।
advertisement
advertisement
ছাদে সোলার প্যানেল লাগান: জানলে অবাক হবেন যে, সোনার প্যানেল শুধুমাত্র বিদ্যুৎ সাশ্রয়ই করে না। বরং এটি ছাদকে গরম হওয়ার হাত থেকে বাঁচায়। কী ভাবে? আসলে সোলার প্যানেল একদিকে সূর্যের তাপকে শোষণ করে, অন্যদিকে তা থেকে বিদ্যুৎ তৈরি করে। এতে বাড়ির বিদ্যুৎ খরচও কমে আবার এবং ঘরও ঠান্ডা থাকে। তাই আজই সামর্থ্যের মধ্যে একটি সোলার প্যানেল লাগিয়ে নিন।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement