Cold Fan Design: ঠান্ডা হাওয়ার পাশাপাশি সিলিং ফ্যান দেখেই মুগ্ধ হবেন! বিখ্যাত মধুবনি ছবিতে মোড়া

Last Updated:
নববর্ষে বাংলার বাজারে মধুবনী ছবির মোড়কে পাখা! তীব্র গরমে স্বস্তির হাওয়া প্রদানের পাশাপাশি ভরবে মন, এমনই দৃষ্টি নন্দন পাখা বাংলার বাজারে
1/5
নববর্ষে বাংলার বাজারে মধুবনী ছবির মোড়কে পাখা! তীব্র গরমে স্বস্তির হাওয়া প্রদানের পাশাপাশি ভরবে মন। এমনই দৃষ্টি নন্দন পাখা বাংলার বাজারে। চোখ জুড়ানো একাধিক মডেলের পাখা।
নববর্ষে বাংলার বাজারে মধুবনী ছবির মোড়কে পাখা! তীব্র গরমে স্বস্তির হাওয়া প্রদানের পাশাপাশি ভরবে মন। এমনই দৃষ্টি নন্দন পাখা বাংলার বাজারে। চোখ জুড়ানো একাধিক মডেলের পাখা।
advertisement
2/5
গরম মানেই ঘরে ঘরে পাখা। যদিও শীতের দু-একটা মাস ছাড়া, প্রায় সারা বছর পাখা চলে ঘরে ঘরে। আর গরম পড়লে পাখার আরও ব্যবহার বাড়ে। সেই সঙ্গে পাখার উপর মানুষের গুরুত্ব বাড়ে। এমন বহু মানুষ রয়েছেন, দু-এক বছর অন্তর বা প্রতিবছর প্রায় নিত্য নতুন পাখার প্রতি আগ্রহ দেখান।
গরম মানেই ঘরে ঘরে পাখা। যদিও শীতের দু-একটা মাস ছাড়া, প্রায় সারা বছর পাখা চলে ঘরে ঘরে। আর গরম পড়লে পাখার আরও ব্যবহার বাড়ে। সেই সঙ্গে পাখার উপর মানুষের গুরুত্ব বাড়ে। এমন বহু মানুষ রয়েছেন, দু-এক বছর অন্তর বা প্রতিবছর প্রায় নিত্য নতুন পাখার প্রতি আগ্রহ দেখান।
advertisement
3/5
গরমের সময় তৃপ্তির হাওয়া যার মাধ্যমে গরম থেকে দ্রুত স্বস্তি মিলবে। মানুষের সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজারে অত্যাধুনিক প্রযুক্তির পাখা বর্তমানে রয়েছে। যার ইলেকট্রিক খরচ কম এবং বেশি আরামদায়ক। এর পাশাপাশি সুদর্শন পাখার দিকও রয়েছে মানুষের নজর। এবার সেই দিক গুরুত্ব রেখে নতুন আঙ্গিকে সিলিং ফ্যান।
গরমের সময় তৃপ্তির হাওয়া যার মাধ্যমে গরম থেকে দ্রুত স্বস্তি মিলবে। মানুষের সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজারে অত্যাধুনিক প্রযুক্তির পাখা বর্তমানে রয়েছে। যার ইলেকট্রিক খরচ কম এবং বেশি আরামদায়ক। এর পাশাপাশি সুদর্শন পাখার দিকও রয়েছে মানুষের নজর। এবার সেই দিক গুরুত্ব রেখে নতুন আঙ্গিকে সিলিং ফ্যান।
advertisement
4/5
মধুবনী চিত্রশিল্প বিহারের মানুষের কাছে আবেগের। এই মধুবনী প্রিন্টের পাখা গত কয়েক মাসের দারুন চাহিদা সর্বত্র। কোম্পানি সূত্রে জানা যায়, লঞ্চ হতে এই এই পাখা বিহারে একবারে এক লক্ষ বুকিং হয়েছিল। এক দেখাতেই মানুষের চোখে ধরছে এই পাখা। বিহারের পাশাপাশি ভাল বাজার হবে বাংলা জুড়ে এমনটাই আশাবাদী প্রস্তুতকারক সংস্থা।
মধুবনী চিত্রশিল্প বিহারের মানুষের কাছে আবেগের। এই মধুবনী প্রিন্টের পাখা গত কয়েক মাসের দারুন চাহিদা সর্বত্র। কোম্পানি সূত্রে জানা যায়, লঞ্চ হতে এই এই পাখা বিহারে একবারে এক লক্ষ বুকিং হয়েছিল।এক দেখাতেই মানুষের চোখে ধরছে এই পাখা। বিহারের পাশাপাশি ভাল বাজার হবে বাংলা জুড়ে এমনটাই আশাবাদী প্রস্তুতকারক সংস্থা।
advertisement
5/5
এই গরমের সময় বিশেষ করে বর্ষবরণের প্রাক্কালে বাংলা জুড়ে তিফোজ কোম্পানির হাত ধরে আধুনিক প্রযুক্তির পাশাপাশি সুদর্শন বিভিন্ন মডেলের পাখা সেইসঙ্গে পাখায় মধুবনী নকশা যা দারুন আকর্ষণের। এই সমস্ত সুদর্শন পাখার বিভিন্ন মডেল অনুযায়ী সাধন মানুষের নাগালের মধ্যেই দাম রাখা হয়েছে।
এই গরমের সময় বিশেষ করে বর্ষবরণের প্রাক্কালে বাংলা জুড়ে তিফোজ কোম্পানির হাত ধরে আধুনিক প্রযুক্তির পাশাপাশি সুদর্শন বিভিন্ন মডেলের পাখা সেইসঙ্গে পাখায় মধুবনী নকশা যা দারুন আকর্ষণের। এই সমস্ত সুদর্শন পাখার বিভিন্ন মডেল অনুযায়ী সাধন মানুষের নাগালের মধ্যেই দাম রাখা হয়েছে।
advertisement
advertisement
advertisement