Cold Fan Design: ঠান্ডা হাওয়ার পাশাপাশি সিলিং ফ্যান দেখেই মুগ্ধ হবেন! বিখ্যাত মধুবনি ছবিতে মোড়া
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:RAKESH MAITY
Last Updated:
নববর্ষে বাংলার বাজারে মধুবনী ছবির মোড়কে পাখা! তীব্র গরমে স্বস্তির হাওয়া প্রদানের পাশাপাশি ভরবে মন, এমনই দৃষ্টি নন্দন পাখা বাংলার বাজারে
advertisement
advertisement
গরমের সময় তৃপ্তির হাওয়া যার মাধ্যমে গরম থেকে দ্রুত স্বস্তি মিলবে। মানুষের সেই চাহিদাকে গুরুত্ব দিয়ে বাজারে অত্যাধুনিক প্রযুক্তির পাখা বর্তমানে রয়েছে। যার ইলেকট্রিক খরচ কম এবং বেশি আরামদায়ক। এর পাশাপাশি সুদর্শন পাখার দিকও রয়েছে মানুষের নজর। এবার সেই দিক গুরুত্ব রেখে নতুন আঙ্গিকে সিলিং ফ্যান।
advertisement
মধুবনী চিত্রশিল্প বিহারের মানুষের কাছে আবেগের। এই মধুবনী প্রিন্টের পাখা গত কয়েক মাসের দারুন চাহিদা সর্বত্র। কোম্পানি সূত্রে জানা যায়, লঞ্চ হতে এই এই পাখা বিহারে একবারে এক লক্ষ বুকিং হয়েছিল।এক দেখাতেই মানুষের চোখে ধরছে এই পাখা। বিহারের পাশাপাশি ভাল বাজার হবে বাংলা জুড়ে এমনটাই আশাবাদী প্রস্তুতকারক সংস্থা।
advertisement