অকালপক্বতা, বলিরেখাকে আটকে রেখে চিরতরুণী থাকতে চাইলে প্রাণভরে পান করুন আখের রস

Last Updated:
Benefits of sugarcane juice: আখের রসে চুল হাইড্রেটেড থাকে৷ চুলের পুষ্টিসাধন হয়৷ ফলে চুলের মসৃণতা ও চিকণভাব বজায় থাকে৷
1/8
আখের মতো পরিচিত, প্রচলিত ও সহজলভ্য ফলের রসেই আছে হাজারো সমস্যার সমাধান৷ আমরা সাধারণত রাস্তার ধারে বিক্রি হওয়া আখের রস কিনে পান করি৷ তাতে কিন্ত জীবাণু বেশি শরীরে প্রবেশ করার আশঙ্কা থাকে৷ কারণ খোলা অবস্থায় আখের রস নিষ্পেশন করা হয়৷ সবথেকে ভাল হয় যদি বাড়িতে আখ কিনে ছোট ছোট টুকরো করে কামড়ে খেতে পারেন৷
আখের মতো পরিচিত, প্রচলিত ও সহজলভ্য ফলের রসেই আছে হাজারো সমস্যার সমাধান৷ আমরা সাধারণত রাস্তার ধারে বিক্রি হওয়া আখের রস কিনে পান করি৷ তাতে কিন্ত জীবাণু বেশি শরীরে প্রবেশ করার আশঙ্কা থাকে৷ কারণ খোলা অবস্থায় আখের রস নিষ্পেশন করা হয়৷ সবথেকে ভাল হয় যদি বাড়িতে আখ কিনে ছোট ছোট টুকরো করে কামড়ে খেতে পারেন৷
advertisement
2/8
আখের রসে আছে আলফা হাইড্রক্সি অ্যাসিড৷ এই উপাদান স্কিন এক্সফোলিয়েট করতে সাহায্য করে৷ ত্বকের রোমকূপ বা স্কিন পোরসে ময়লা প্রবেশ করে অ্যাকনের জন্ম দেয় না৷
আখের রসে আছে আলফা হাইড্রক্সি অ্যাসিড৷ এই উপাদান স্কিন এক্সফোলিয়েট করতে সাহায্য করে৷ ত্বকের রোমকূপ বা স্কিন পোরসে ময়লা প্রবেশ করে অ্যাকনের জন্ম দেয় না৷
advertisement
3/8
আখের রসে প্রচুর ভিটামিন ও মিনারেলস আছে৷ পলিফেনল ও অ্যামাইনো অ্যাসিডের মতো উপাদান আছে৷ এই উপাদানগুলির অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান ত্বকে ও চুলে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না৷ এর ফলে একদিকে ত্বকে যেমন বলিরেখা পড়ে না৷ অন্যদিকে চুলের অকালপক্বতাও রোধ হয়৷
আখের রসে প্রচুর ভিটামিন ও মিনারেলস আছে৷ পলিফেনল ও অ্যামাইনো অ্যাসিডের মতো উপাদান আছে৷ এই উপাদানগুলির অ্যান্টি অক্সিড্যান্ট উপাদান ত্বকে ও চুলে বার্ধক্যের ছাপ পড়তে দেয় না৷ এর ফলে একদিকে ত্বকে যেমন বলিরেখা পড়ে না৷ অন্যদিকে চুলের অকালপক্বতাও রোধ হয়৷
advertisement
4/8
আখের রসে চুল হাইড্রেটেড থাকে৷ চুলের পুষ্টিসাধন হয়৷ ফলে চুলের মসৃণতা ও চিকণভাব বজায় থাকে৷
আখের রসে চুল হাইড্রেটেড থাকে৷ চুলের পুষ্টিসাধন হয়৷ ফলে চুলের মসৃণতা ও চিকণভাব বজায় থাকে৷
advertisement
5/8
ভিটামিন, মিনারেলস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়ামের মতো উপাদান থাকার ফলে হেয়ার ফলিকলস মজবুত হয়৷ চুল উজ্জীবিত হয়৷ নতুন চুলের জন্ম এবং চুলের বৃদ্ধি বজায় থাকে৷
ভিটামিন, মিনারেলস, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, পটাশিয়ামের মতো উপাদান থাকার ফলে হেয়ার ফলিকলস মজবুত হয়৷ চুল উজ্জীবিত হয়৷ নতুন চুলের জন্ম এবং চুলের বৃদ্ধি বজায় থাকে৷
advertisement
6/8
 ড্রাই স্ক্যাল্প সমস্যার সমাধানও করে আখের রস৷ স্ক্যাল্পে আখের রস লাগালে পুষ্টিসাধনের পাশাপাশি হাইড্রেশনও হয়৷ আখের রসের গ্লাইকোলিক অ্যাসিডে স্ক্যাল্পের সব সমস্যা দূর হয়৷
ড্রাই স্ক্যাল্প সমস্যার সমাধানও করে আখের রস৷ স্ক্যাল্পে আখের রস লাগালে পুষ্টিসাধনের পাশাপাশি হাইড্রেশনও হয়৷ আখের রসের গ্লাইকোলিক অ্যাসিডে স্ক্যাল্পের সব সমস্যা দূর হয়৷
advertisement
7/8
কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন আখের রসকে৷ কারণ এর আর্দ্রতা খুব বেশি৷ আখের রসের প্রভাবে চুল জটমুক্ত, নরম ও উজ্জ্বল হয়৷
কন্ডিশনার হিসেবেও ব্যবহার করতে পারেন আখের রসকে৷ কারণ এর আর্দ্রতা খুব বেশি৷ আখের রসের প্রভাবে চুল জটমুক্ত, নরম ও উজ্জ্বল হয়৷
advertisement
8/8
 এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
advertisement
advertisement
advertisement