Beauty Tips: শরীরে গেলে 'ক্ষতি'র শেষ নেই, কিন্তু ত্বকের যত্নে মাস্ট 'চিনি'! রূপের আগুনে পুড়বে সবাই, জানুন ব্যবহার
- Published by:Shubhagata Dey
- hyperlocal
- Reported by:Sarthak Pandit
Last Updated:
Sugar in Skin Care: খাবারে মিষ্টি স্বাদ আনা ছাড়াও চিনি রূপচর্চায় ব্যবহার করা যায়। ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করা কিংবা জৌলুসহীন ত্বকে জেল্লা ফিরিয়ে আনাতেও চিনির গুরুত্ব রয়েছে।
*রক্তে শর্করার পরিমাণ বেড়ে উঠলেই প্রায় সব খাবার থেকে চিনি বাদ দিতে হয়। তবে, খাবারে মিষ্টি স্বাদ আনা ছাড়াও চিনি রূপচর্চায় ব্যবহার করা যায়।
advertisement
*রূপচর্চা শিল্পী সোমা দাস জানান, ত্বকের উপর জমে থাকা মৃত কোষ দূর করা কিংবা জৌলুসহীন ত্বকে জেল্লা ফিরিয়ে আনা। খুব সহজেই করে থাকে চিনি।
advertisement
*চিনির দানা শক্ত তাই এক্সফোলিয়েটর হিসাবে ব্যবহার করা যায়। এছাড়া চিনিতে গ্লাইকোলিক অ্যাসিড রয়েছে, যা কোলাজেন উৎপাদনে সাহায্য করে ও ত্বক টান টান রাখে।
advertisement
*ত্বক যদি অতিরিক্ত শুষ্ক হয় তবে চিনি গুঁড়ো করে সেটির সঙ্গে ওটমিল, অলিভ অয়েল বা নারকেল তেল মিশিয়ে মিশ্রণ বানান। এই মিশ্রণ মুখে রেখে হালকা ভাবে ঘষে তুলে ফেলুন।
advertisement
*রোদে পোড়া দাগ এবং মৃত কোষ দুটোই সহজে তুলে দেয় চিনি এবং টম্যাটোর মিশ্রণ। এই মিশ্রণ কিন্তু ত্বকের ক্ষেত্রে ‘অ্যান্টি-এজিং’ উপাদান হিসাবেও কাজ করে।
advertisement