Snake Natural Repellent: বৃষ্টিতে বাড়ে সাপের উপদ্রব, এই প্রাকৃতিক ৮ জিনিসের গন্ধে বাপ বাপ বলে পালাবে বিষধর! সাপের যম কী কী জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Snake Natural Repellent: বিষধর সাপের নাম শুনলে অনেকেরই গা শিরশির করে ওঠে। আতঙ্কে অনেকে সাপের ছবি পর্যন্ত দেখেন না। সাপের ভয় কাটাতে অনেকে আবার তাবিজ পরেন বা মন্ত্র আওড়ান। বাড়ির কোথাও সাপ বের হলে ঘাবড়ে গিয়ে ও আতঙ্কে সেই সাপকে মেরে ফেলার উদ্যোগ নেন।
আমাদের রাজ্যে প্রতি বছর গরম ও বর্ষায় বহু মানুষের মৃত্যু হয় সর্পদংশনে। গ্রামের মানুষেরা সাপের সঙ্গে লড়াই করে বেঁচে থাকে! কথায় বলে, প্রতিটা সমস্যার সমাধান আছে! সাপকে সায়েস্তা করার রাস্তাও বার করেছেন প্রামীণ মানুষেরা। কী সেই সমাধান? (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
advertisement
advertisement
advertisement
অনেকেই হয় তো জানেন না, বর্ষার সময় বিষাক্ত প্রাণীদেরকে না মেরে তাড়ানোর জন্য রয়েছে বেশ কিছু সহজ ঘরোয়া টোটকা। বিশেষজ্ঞদের মতে, সাপ ভয় পেয়েই আক্রমণ করে। ফলে সাপকে বিরক্ত না করলেই ভাল। সাপকে ঘরের চারপাশ থেকে দ্রুত তাড়াতে যায় সহজেই। সাপ বেশ কিছু জিনিসের গন্ধ একেবারেই সহ্য করতে পারে না। সেগুলি সকলের হাতের কাছেই থাকে।
advertisement
advertisement
advertisement
এছাড়া পুদিনা ও তুলসী পাতা থেকে নির্গত গন্ধও সাপ সহ্য করতে পারে না। বছরের পর বছর ধরে তুলসী পাতাকে পবিত্রজ্ঞানে পুজো করা হয়। ফলে তুলসী পাতার অভাব হবে না। এছাড়া আরও রয়েছে। একটি ওয়েবসাইটে উল্লেখ রয়েছে, সাপকে তাড়াতে প্রায় ১৮টি জিনিস রয়েছে। যার গন্ধে সাপ বাড়ির কাছেপিঠে থাকবে না। তাদের কষ্ট না দিয়ে তাড়িয়ে দিলে বাস্তুতন্ত্র থাকবে স্বাভাবিক।
advertisement
advertisement