Snake: সাপ কেন মুখ থেকে হিস-হিস শব্দ বার করে? কারণ জানলে অবাক হবেন

Last Updated:
কানের কাছে হিস-হিস শব্দ! নিমেষে হাত-পা ঠান্ডা...আশপাশেই নির্ঘাৎ সাপ রয়েছে! কখনও ভেবে দেখেছেন, সাপ কেন হিস-হিস শব্দ করে?
1/6
কানের কাছে হিস-হিস শব্দ! নিমেষে হাত-পা ঠান্ডা...আশপাশেই নির্ঘাৎ সাপ রয়েছে! কখনও ভেবে দেখেছেন, সাপ কেন হিস-হিস শব্দ করে?
কানের কাছে হিস-হিস শব্দ! নিমেষে হাত-পা ঠান্ডা...আশপাশেই নির্ঘাৎ সাপ রয়েছে! কখনও ভেবে দেখেছেন, সাপ কেন হিস-হিস শব্দ করে?
advertisement
2/6
সাপ এমন একটি জীব, যা জিভের ব্যবহার না করেই হিস-হিস শব্দ করতে পারে। ওই শব্দটি শোনার পরই বুঝে যাওয়া যায়, আশপাশে কোনও সাপ আছে।
সাপ এমন একটি জীব, যা জিভের ব্যবহার না করেই হিস-হিস শব্দ করতে পারে। ওই শব্দটি শোনার পরই বুঝে যাওয়া যায়, আশপাশে কোনও সাপ আছে।
advertisement
3/6
বিশেষজ্ঞদের মতে, নিজের নিরাপত্তার জন্যই সাপ হিস-হিস শব্দ করে। অর্থাৎ, সাপ কোনও বিপদ আঁচ করতে পারলে হিস-হিস শব্দ শুরু করে
বিশেষজ্ঞদের মতে, নিজের নিরাপত্তার জন্যই সাপ হিস-হিস শব্দ করে। অর্থাৎ, সাপ কোনও বিপদ আঁচ করতে পারলে হিস-হিস শব্দ শুরু করে
advertisement
4/6
বিপদ বুঝতে পারলে সাপ প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। হয় কোনও গর্তে বা অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরেও যদি সে বিপদের আঁচ পেলে মুখ দিয়ে হিস-হিস শব্দ শুরু করে।
বিপদ বুঝতে পারলে সাপ প্রথমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে। হয় কোনও গর্তে বা অন্য কোথাও পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরেও যদি সে বিপদের আঁচ পেলে মুখ দিয়ে হিস-হিস শব্দ শুরু করে।
advertisement
5/6
বিশেষজ্ঞদের মতে, সাপ হিস-হিস করছে মানেই, সাপ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। অর্থাৎ, ওই শব্দ আক্রমণের পূর্বাভাস বলেও ধরতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, সাপ হিস-হিস করছে মানেই, সাপ আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। অর্থাৎ, ওই শব্দ আক্রমণের পূর্বাভাস বলেও ধরতে পারেন।
advertisement
6/6
সাপের শ্বাসযন্ত্রে গ্লটিস নামক একটি অংশ থাকে। ওই গ্লটিসের কারণেই সাপের মুখ থেকে হিস-হিস শব্দ নির্গত হতে থাকে।
সাপের শ্বাসযন্ত্রে গ্লটিস নামক একটি অংশ থাকে। ওই গ্লটিসের কারণেই সাপের মুখ থেকে হিস-হিস শব্দ নির্গত হতে থাকে।
advertisement
advertisement
advertisement