Smelly Water Tank Monsoon: বর্ষাকালে ট্যাঙ্কের জলে আঁশটে গন্ধ? বারবার পরিষ্কার না করে 'এই' টিপস জানুন, সুগন্ধে ভরপুর তাজা জল পাবেন ঘরে
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
Smelly Water Tank Monsoon: শুধু রাস্তাঘাট বা যে কোনও মাঠের অবস্থাই নয়, বৃষ্টির জল ছাদে রাখা জলের ট্যাঙ্কে ঢুকে সমস্যাও সৃষ্টি করে। এমন পরিস্থিতিতে আমরা কিছু টিপস অবলম্বন করে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আপনি চাইলে ট্যাঙ্কের দুর্গন্ধযুক্ত এবং নোংরা জলে হাইড্রোজেন পারক্সাইড যোগ করতে পারেন। সেক্ষেত্রে, হাইড্রোজেন পারঅক্সাইড যোগ করার পরে এক ঘণ্টা ট্যাঙ্ক ওই ভাবেই রেখে দিন। তারপর ঘরের সমস্ত কল খোলা রাখুন কিছুক্ষণ। ধীরে ধীরে ট্যাঙ্ক থেকে সমস্ত জল বেরিয়ে গেলে ট্যাঙ্কটি আরেকবার ভালভাবে পরিষ্কার করুন৷ তারপরে ফের ট্যাঙ্কে জল ভরুন।
advertisement
advertisement
জলের ট্যাঙ্কটি সঠিকভাবে বন্ধ করুন: বৃষ্টির দিনে ট্যাঙ্ক থেকে দুর্গন্ধ রোধ করার জন্য, প্রথম সমাধান হল বৃষ্টি শুরু হওয়ার আগে জলের ট্যাঙ্কের ঢাকনাটি সঠিকভাবে বন্ধ করা। যাতে বৃষ্টির জল বা কোনও ধরনের দূষণ ট্যাঙ্কে প্রবেশ করতে না পারে। এছাড়া ট্যাঙ্কের জল সরবরাহ পরীক্ষা করুন। কারণ ট্যাঙ্কের ভেতরে জল সরবরাহকারী পাইপের ময়লার কারণেও জল দূষিত হয়।
advertisement
মাসে একবার পরিষ্কার করা প্রয়োজন: জলের ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার না করার কারণে জলে দুর্গন্ধ হওয়া স্বাভাবিক। অনেকেই অলসতার কারণে মাসের পর মাস ট্যাঙ্ক পরিষ্কার করেন না। এমন পরিস্থিতিতে ক্লোরিন বা লেবু দিয়েও দুর্গন্ধ দূর করতে পারবেন না। আপনাকে ট্যাঙ্ক পরিষ্কার করতে হবে। মাসে অন্তত একবার ট্যাঙ্ক পরিষ্কার করুন যাতে স্তরে জমে থাকা শেওলা সরে যায়।