আপনি কি ঘুমের মধ্যে 'মুখ দিয়ে' শ্বাস নেন? সকালে উঠেই গলা শুকিয়ে কাঠ? জেনে নিন কোন রোগের লক্ষণ!
- Published by:Tias Banerjee
Last Updated:
ঘুমের মধ্যে মুখ দিয়ে নিঃশ্বাস নেন? দাঁত, মাড়ি, ঘুম সব কিছু নষ্ট করছে এই অভ্যাস! এখনই জানুন, কোন বড় বিপদ ডাকছে ঘুমের এই অভ্যাস!
advertisement
অনেকেই জানেন না, প্রতিদিন এই ভুলটাই করছেন! ঘুমের মধ্যে মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া অনেকেরই অজান্তে তৈরি হওয়া এক অভ্যাস। মাঝেমধ্যে হলে চিন্তার কিছু নেই। কিন্তু যদি এটা নিয়মিত হতে থাকে—তবে সতর্ক হওয়া জরুরি। কারণ, এটি শুধু মুখের স্বাদ শুকিয়ে দেওয়া নয়, এর ফলে শরীরের একাধিক অঙ্গ ও সিস্টেম ক্ষতিগ্রস্ত হতে পারে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
🟢 রাতে ঘুমনোর সময় "মাউথ টেপিং" বা নাক দিয়ে শ্বাস নেওয়ার প্রশিক্ষণ নেওয়া যেতে পারে বিশেষজ্ঞের তত্ত্বাবধানে। মুখ দিয়ে নিঃশ্বাস নেওয়া যেন অভ্যাসে পরিণত না হয়—সেদিকে নজর দিন। ঘুমের সময় সঠিক নিশ্বাস নেওয়ার অভ্যাসই আপনাকে এনে দিতে পারে সকালের সতেজতা, সুস্থতা, আর একটা গলা যা আর শুকিয়ে যাবে না!