Venezuela Oil and Donald Trump: ‘আমরাই ইন চার্জ’ রাখঢাক সব শেষ, ভেনেজুয়েলার তেল এখন আমেরিকার দখলেই, ট্রাম্পের বিস্ফোরক দাবি

Last Updated:
Venezuela oil and Donald Trump: ‘আমরাই দায়িত্বে’ ভেনেজুয়েলার তেলের জন্য ‘সম্পূর্ণ প্রবেশাধিকার’ চাইলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প , মাদুরোর-র বিরুদ্ধে US-এর পদক্ষেপের পরে এই চাহিদা তাঁর
1/7
কলকাতা : ডোনল্ড ট্রাম্প (Donald Trump) ভেনেজুয়েলাকে “এখন একেবারে মৃত দেশ” বলে বর্ণনা করেছেন৷  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানীতে US-র পদক্ষেপের পরে একাধিক মন্তব্য করেছেন৷ এই মুহূর্তে তাঁর দাবি যে এখন ওয়াশিংটন কার্যত ভেনেজুয়েলার “দায়িত্বে” এবং সেই দেশের তেল খাতে সম্পূর্ণ প্রবেশাধিকার চেয়েছেন। অপারেশন নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, অপারেশন যারা চালিয়েছে সেই হেলিকপ্টারগুলির একটি “খুবই ক্ষতিগ্রস্ত,” হয়েছিল৷ তিনি আরও জানিয়েছেন, “আমরা সবকিছু ফেরত পেয়েছি, আর কেউ মারা যায়নি।”
কলকাতা : ডোনল্ড ট্রাম্প (Donald Trump) ভেনেজুয়েলাকে “এখন একেবারে মৃত দেশ” বলে বর্ণনা করেছেন৷  মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার রাজধানীতে US-র পদক্ষেপের পরে একাধিক মন্তব্য করেছেন৷ এই মুহূর্তে তাঁর দাবি যে এখন ওয়াশিংটন কার্যত ভেনেজুয়েলার “দায়িত্বে” এবং সেই দেশের তেল খাতে সম্পূর্ণ প্রবেশাধিকার চেয়েছেন। অপারেশন নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, অপারেশন যারা চালিয়েছে সেই হেলিকপ্টারগুলির একটি “খুবই ক্ষতিগ্রস্ত,” হয়েছিল৷ তিনি আরও জানিয়েছেন, “আমরা সবকিছু ফেরত পেয়েছি, আর কেউ মারা যায়নি।”
advertisement
2/7
ভেনেজুয়েলায় এই ঘটনাগুলির পরে কে দায়িত্বে, জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমাকে জিজ্ঞেস করবেন না কে দায়িত্বে, কারণ আমি উত্তর দিলে সেটা খুব বিতর্কিত হবে,” তারপর যোগ করেন, “মানে আমরাই দায়িত্বে।”
ভেনেজুয়েলায় এই ঘটনাগুলির পরে কে দায়িত্বে, জানতে চাইলে ট্রাম্প বলেন, “আমাকে জিজ্ঞেস করবেন না কে দায়িত্বে, কারণ আমি উত্তর দিলে সেটা খুব বিতর্কিত হবে,” তারপর যোগ করেন, “মানে আমরাই দায়িত্বে।”
advertisement
3/7
তিনি ভেনেজুয়েলাকে “এখন একেবারে মৃত দেশ” বলে বর্ণনা করেন, বলেন এটা US-এর উদাহরণ, যদি তিনি নির্বাচনে হেরে যেতেন। “আমরাও একেবারে মৃত দেশ হয়ে যেতাম, ভেনেজুয়েলার steroid-এর মতো,” তিনি বলেন।
তিনি ভেনেজুয়েলাকে “এখন একেবারে মৃত দেশ” বলে বর্ণনা করেন, বলেন এটা US-এর উদাহরণ, যদি তিনি নির্বাচনে হেরে যেতেন। “আমরাও একেবারে মৃত দেশ হয়ে যেতাম, ভেনেজুয়েলার steroid-এর মতো,” তিনি বলেন।
advertisement
4/7
ট্রাম্প আবার ভেনেজুয়েলার খনিজ তেলের সম্ভাব  নিয়ে জোর দেন, বলেন দেশের পরিকাঠামো ফিরিয়ে আনতে বিশাল বিনিয়োগ দরকার। ট্রাম্প বলেছেন, “তেল কোম্পানিগুলোর বড় বিনিয়োগ দরকার অবকাঠামো ফিরিয়ে আনতে। তেল কোম্পানিগুলি প্রস্তুত আছে অবকাঠামো আবার গড়ে তুলতে৷”  এর সঙ্গে তিনি আরও যোগ করেন US-ই মূলত এগুলি তৈরি করেছিল।
ট্রাম্প আবার ভেনেজুয়েলার খনিজ তেলের সম্ভাব  নিয়ে জোর দেন, বলেন দেশের পরিকাঠামো ফিরিয়ে আনতে বিশাল বিনিয়োগ দরকার। ট্রাম্প বলেছেন, “তেল কোম্পানিগুলোর বড় বিনিয়োগ দরকার অবকাঠামো ফিরিয়ে আনতে। তেল কোম্পানিগুলি প্রস্তুত আছে অবকাঠামো আবার গড়ে তুলতে৷”  এর সঙ্গে তিনি আরও যোগ করেন US-ই মূলত এগুলি তৈরি করেছিল।
advertisement
5/7
 তিনি বলেন, “আমরাই অনেক বছর আগে এটা তৈরি করেছিলাম। ওরা এটা কেড়ে নিয়েছিল। এটা করা যায় না। আমার সঙ্গে এটা করা যাবে না৷” ট্রাম্প পুরো ঘটনায় আগের নেতাদের দোষারোপ করেন, বলেন ভেনেজুয়েলাকে “একটা জগাখিচুড়ি” বানানো হয়েছে, পুরো পরিস্থিতিটি ভয়ানকভাবে পরিচালিত হয়েছে- এরই ফলাফল হিসেবে এখন তেল উৎপাদন খুব লো লেভেলে নেমে গেছে৷
তিনি বলেন, “আমরাই অনেক বছর আগে এটা তৈরি করেছিলাম। ওরা এটা কেড়ে নিয়েছিল। এটা করা যায় না। আমার সঙ্গে এটা করা যাবে না৷” ট্রাম্প পুরো ঘটনায় আগের নেতাদের দোষারোপ করেন, বলেন ভেনেজুয়েলাকে “একটা জগাখিচুড়ি” বানানো হয়েছে, পুরো পরিস্থিতিটি ভয়ানকভাবে পরিচালিত হয়েছে- এরই ফলাফল হিসেবে এখন তেল উৎপাদন খুব লো লেভেলে নেমে গেছে৷
advertisement
6/7
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরে এই মন্তব্যগুলো এসেছে৷ যেখানে  ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভেনেজুয়েলায় মার্কিন সম্পৃক্ততার ব্যাপ্তি স্পষ্ট করার চেষ্টার মধ্যে,  US Secretary of State মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন প্রতিদিনের শাসনভার নিতে চায় না, জোর দেন আমেরিকার সম্পৃক্ততা মূলত বিদ্যমান “তেল কোয়ারেন্টাইন” কার্যকর করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পরে এই মন্তব্যগুলো এসেছে৷ যেখানে  ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভেনেজুয়েলায় মার্কিন সম্পৃক্ততার ব্যাপ্তি স্পষ্ট করার চেষ্টার মধ্যে,  US Secretary of State মার্কো রুবিও বলেন, ওয়াশিংটন প্রতিদিনের শাসনভার নিতে চায় না, জোর দেন আমেরিকার সম্পৃক্ততা মূলত বিদ্যমান “তেল কোয়ারেন্টাইন” কার্যকর করার মধ্যেই সীমাবদ্ধ থাকবে।
advertisement
7/7
রবিও-র মন্তব্যগুলি মনে হয়েছে উদ্বেগ কমানোর জন্য, কারণ Trump-এর “ভেনেজুয়েলা চালানো” নিয়ে মন্তব্যে অনেকে ভেবেছিলেন তেলসমৃদ্ধ দেশে দীর্ঘমেয়াদি দখল বা  দেশ গঠনের ইঙ্গিত দিচ্ছে।
রবিও-র মন্তব্যগুলি মনে হয়েছে উদ্বেগ কমানোর জন্য, কারণ Trump-এর “ভেনেজুয়েলা চালানো” নিয়ে মন্তব্যে অনেকে ভেবেছিলেন তেলসমৃদ্ধ দেশে দীর্ঘমেয়াদি দখল বা  দেশ গঠনের ইঙ্গিত দিচ্ছে।
advertisement
advertisement
advertisement