টাইগার হিল, বাতাসিয়া লুপ রয়েছেই...! এবারে পা রাখুন অফবিট 'এই' ৯ জায়গায়, যেখানে দার্জিলিং সত্যিই শান্ত

Last Updated:
Best 9 Tourist Destination in Darjeeling: দার্জিলিং মানেই টাইগার হিলের সূর্যোদয় বা বাতাসিয়া লুপের ছবি। কিন্তু এই চিরপরিচিত পর্যটনস্থলগুলির বাইরেও ছড়িয়ে আছে কিছু স্বল্পপরিচিত, অথচ অপূর্ব সুন্দর স্থান—যেখানে প্রকৃত শান্তি খুঁজে পান প্রকৃতিপ্রেমীরা। ভিড়ভাট্টা ও কোলাহল এড়িয়ে, একান্ত নিজের মতো করে সময় কাটানোর জন্য এই ৯ জায়গা যেন স্বর্গ।
1/11
*১৫ অগাস্টের লম্বা ছুটিতে শহরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে, উত্তরবঙ্গ হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্য। আর তার মধ্যেই দার্জিলিং, শুধু পর্যটকদের নয়, প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার ও ইতিহাস অনুরাগীদের অন্যতম পছন্দ। তবে শুধু টাইগার হিল আর বাতাসিয়া লুপ ঘুরেই থেকে যাবেন কেন? এই ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের সেই ৯ অজানা রত্ন, যেগুলো এখনও অনেকের চোখ এড়িয়ে রয়েছে।
*১৫ অগাস্টের লম্বা ছুটিতে শহরের কোলাহল থেকে নিজেকে সরিয়ে নিতে চাইলে, উত্তরবঙ্গ হতে পারে আপনার সবচেয়ে নির্ভরযোগ্য গন্তব্য। আর তার মধ্যেই দার্জিলিং, শুধু পর্যটকদের নয়, প্রকৃতিপ্রেমী, ফটোগ্রাফার ও ইতিহাস অনুরাগীদের অন্যতম পছন্দ। তবে শুধু টাইগার হিল আর বাতাসিয়া লুপ ঘুরেই থেকে যাবেন কেন? এই ছুটিতে ঘুরে আসুন দার্জিলিংয়ের সেই ৯ অজানা রত্ন, যেগুলো এখনও অনেকের চোখ এড়িয়ে রয়েছে।
advertisement
2/11
*লামাহাটা ইকোপার্ক: প্রকৃতির শান্ত আস্তানা মনোরম পাইন বন, গাছগাছালির মাঝে হেঁটে যাওয়ার রাস্তা, আর নিঃশব্দ প্রকৃতি — ফটোশুট হোক বা ধ্যান, এই জায়গাটি নিঃসন্দেহে আদর্শ।
*লামাহাটা ইকোপার্ক: প্রকৃতির শান্ত আস্তানামনোরম পাইন বন, গাছগাছালির মাঝে হেঁটে যাওয়ার রাস্তা, আর নিঃশব্দ প্রকৃতি — ফটোশুট হোক বা ধ্যান, এই জায়গাটি নিঃসন্দেহে আদর্শ।
advertisement
3/11
*তিনচুলে ভিলেজ: কাঞ্চনজঙ্ঘার গোপন জানালা দার্জিলিংয়ের এক প্রান্তে অবস্থিত এই নিরিবিলি গ্রামটি আপনাকে দেবে শান্তি, ভিড়মুক্ত পরিবেশ ও অপূর্ব সিকিম-দৃশ্য।
*তিনচুলে ভিলেজ: কাঞ্চনজঙ্ঘার গোপন জানালাদার্জিলিংয়ের এক প্রান্তে অবস্থিত এই নিরিবিলি গ্রামটি আপনাকে দেবে শান্তি, ভিড়মুক্ত পরিবেশ ও অপূর্ব সিকিম-দৃশ্য।
advertisement
4/11
*তাকদা ক্যান্টনমেন্ট: ব্রিটিশ ইতিহাস বলে এক সময় ব্রিটিশ সেনা ছাউনি ছিল এই জায়গা। আজও ইতিহাসের ছোঁয়া মেলে এখানকার নিঃশব্দ বাতাসে।
*তাকদা ক্যান্টনমেন্ট: ব্রিটিশ ইতিহাস বলে এক সময় ব্রিটিশ সেনা ছাউনি ছিল এই জায়গা। আজও ইতিহাসের ছোঁয়া মেলে এখানকার নিঃশব্দ বাতাসে।
advertisement
5/11
*চটকপুর ইকোভিলেজ: কাঠের কটেজ আর ট্রি-হাউসে রাত কাটান জঙ্গলের মাঝে বনবিলাস। ট্রি-হাউস, কাঠের কটেজ, আর ঝিঁঝিঁ পোকার শব্দ, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের আস্বাদ নিতে পারেন এই আদিবাসী গ্রামে।
*চটকপুর ইকোভিলেজ: কাঠের কটেজ আর ট্রি-হাউসে রাত কাটান জঙ্গলের মাঝে বনবিলাস। ট্রি-হাউস, কাঠের কটেজ, আর ঝিঁঝিঁ পোকার শব্দ, প্রকৃতির নৈসর্গিক সৌন্দর্যের আস্বাদ নিতে পারেন এই আদিবাসী গ্রামে।
advertisement
6/11
*বড় মাঙ্গোয়া: অর্কিড, অর্গানিক ফল আর ফুলের গন্ধে মোহিত হবেন ফুলের সৌরভ আর প্রাকৃতিক পটভূমি মিলে পরিবেশপ্রেমীদের জন্য এক শান্তিপূর্ণ গন্তব্য।
*বড় মাঙ্গোয়া: অর্কিড, অর্গানিক ফল আর ফুলের গন্ধে মোহিত হবেন ফুলের সৌরভ আর প্রাকৃতিক পটভূমি মিলে পরিবেশপ্রেমীদের জন্য এক শান্তিপূর্ণ গন্তব্য।
advertisement
7/11
*লাটপানচর: রেড পান্ডা দেখার শেষ সুযোগ! বন্যপ্রাণপ্রেমীদের জন্য স্বর্গ, রেড পান্ডা, হিমালয়ান মনাল আর দুর্লভ পাখির দেখা মেলে এখানকার Bird Watching পয়েন্টে।
*লাটপানচর: রেড পান্ডা দেখার শেষ সুযোগ! বন্যপ্রাণপ্রেমীদের জন্য স্বর্গ, রেড পান্ডা, হিমালয়ান মনাল আর দুর্লভ পাখির দেখা মেলে এখানকার Bird Watching পয়েন্টে।
advertisement
8/11
*সিংটম টি এস্টেট: চা-রাজ্যের রাজমহল বিশ্বের প্রাচীন চা বাগানের অভিজ্ঞতা নিতে আর দার্জিলিং টি-এর আসল স্বাদ পেতে ঘুরে আসুন এই শান্ত, নির্জন এস্টেট থেকে।
*সিংটম টি এস্টেট: চা-রাজ্যের রাজমহল বিশ্বের প্রাচীন চা বাগানের অভিজ্ঞতা নিতে আর দার্জিলিং টি-এর আসল স্বাদ পেতে ঘুরে আসুন এই শান্ত, নির্জন এস্টেট থেকে।
advertisement
9/11
*রক গার্ডেন: সিনেমার মতো লোকেশন ঝরনার জল, খাড়া পাথুরে পথ, আর সবুজে ঘেরা রোমাঞ্চকর পরিবেশ, অনেকে বলেন, এখানেই নাকি বলিউডের 'ম্যায় হু না' সিনেমার শুটিং হয়েছে।
*রক গার্ডেন: সিনেমার মতো লোকেশন ঝরনার জল, খাড়া পাথুরে পথ, আর সবুজে ঘেরা রোমাঞ্চকর পরিবেশ, অনেকে বলেন, এখানেই নাকি বলিউডের 'ম্যায় হু না' সিনেমার শুটিং হয়েছে।
advertisement
10/11
*মহাকাল গুফা: ধর্ম আর প্রকৃতির এক মেলবন্ধন দার্জিলিংয়ের শেষপ্রান্তে অবস্থিত এই গুহা, যেখানে প্রকৃতি আর আধ্যাত্ম একসঙ্গে হাত ধরেছে।
*মহাকাল গুফা: ধর্ম আর প্রকৃতির এক মেলবন্ধন দার্জিলিংয়ের শেষপ্রান্তে অবস্থিত এই গুহা, যেখানে প্রকৃতি আর আধ্যাত্ম একসঙ্গে হাত ধরেছে।
advertisement
11/11
*এই স্বাধীনতা দিবসে ছুটি মানেই ভিড় নয়, হোক প্রকৃতির সঙ্গে নির্জন আলাপন। দার্জিলিংয়ের এই ৯ গোপন রত্ন আপনাকে ফিরিয়ে দেবে এক নতুন জীবনের স্বাদ। ভ্রমণ হোক এইবার একটু অন্যরকম।
*এই স্বাধীনতা দিবসে ছুটি মানেই ভিড় নয়, হোক প্রকৃতির সঙ্গে নির্জন আলাপন। দার্জিলিংয়ের এই ৯ গোপন রত্ন আপনাকে ফিরিয়ে দেবে এক নতুন জীবনের স্বাদ। ভ্রমণ হোক এইবার একটু অন্যরকম।
advertisement
advertisement
advertisement