Skin Pigmentation: মুখে কালচে দাগ-ছোপ? গলা-ঘাড়-ঠোঁট 'কালো'? চিনির সঙ্গে এইটা মিশিয়ে মাখুন, 'পিগমন্টেশন' গায়েব হবে ২ দিনে
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
বেশি মেলানিন তৈরির ফলে ত্বকে দাগছোপ দেখা দেয়। ডাক্তারি পরিভাষায় একে বলে হাইপারপিগমেন্টেশন। অনেক সময়ে ঠোঁটেও পিগমেন্টেশন দেখা দেয় যার ফলে ঠোঁট কালচে হয়ে পড়ে।
advertisement
হাইপারপিগমেন্টেশন হতে পারে নানা করাণে, যেমন হরমোনের ভারসাম্যে ঘাটতি, কোনও ক্রনিক অসুখ, বয়সজনিত কারণ। পাশাপাশি, ভিটামিন বি ১২-এর অভাবেও ত্বকে দাগ-ছোপ দেখা দেয়। দাগছোপ দূর করতে অনেকেই নানা বাজারচলতি কসমেটিক্স ব্যবহার করেন। কিন্তু মাথায় রাখবেন, এ'সবে নানা কেমিক্যাল থাকে যার পার্শ্বপ্রতিক্রিয়াও বিস্তর! কাজেই ভরসা রাখুন ঘরোয়া উপায়ে, চিনির সঙ্গে মিশিয়ে নিন এই ছোট্ট জিনিস, পিগমেন্টেশন দূর হবে স্রেফ ২ দিনে--
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement