Skin Care Tips: জেদি হোয়াইট হেডস নাকে চেপে বসেছে! ভরসা করা যেতে পারে ঘরোয়া উপকরণে

Last Updated:
Skin Care Tips: এমন অনেকেই আছেন যারা হোয়াইট হেডসের সমস্যায় জর্জরিত। মূলত মৃত কোষ বা তেলের কারণে মুখে ব্রণের দেখা দেয় এবং হোয়াইট হেডসের উদ্ভব ঘটে।
1/5
মধুর মধ্যে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা হোয়াইট হেডস দূর করতে দারুণ কার্যকর। ব্যাকটেরিয়ার কারণে হওয়া হোয়াইট হেডস তাড়াতে মধু উপযোগী। তার সঙ্গে ত্বকের প্রদাহ কমায় এবং ত্বককে ময়েশ্চারাইজ রাখে।
মধুর মধ্যে অ্যান্টি-ফাঙ্গাল ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে, যা হোয়াইট হেডস দূর করতে দারুণ কার্যকর। ব্যাকটেরিয়ার কারণে হওয়া হোয়াইট হেডস তাড়াতে মধু উপযোগী। তার সঙ্গে ত্বকের প্রদাহ কমায় এবং ত্বককে ময়েশ্চারাইজ রাখে।
advertisement
2/5
বিউটিসিয়ান রীতা বসাক জানান,
বিউটিসিয়ান রীতা বসাক জানান,"নাকের পাশে বা ত্বকের যে কোন জায়গায় হোয়াইট হেডস হলে সেটা কখনই চাপ দিয়ে বের করার চেষ্টা করা উচিৎ নয়। এক্ষেত্রে আতপ চালের গুঁড়োর সঙ্গে মসুর ডাল বাটা মিশিয়ে বেশ কিছুক্ষন লাগিয়ে রাখলে সহজেই মুক্তি মিলবে।"
advertisement
3/5
টমেটো হল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা হোয়াইট হেডস দূর করে। টমেটোর খোসা ছাড়িয়ে ম্যাস করে এই পাল্প ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে রাখতে হবে। পুরো রাত এটি এফেক্টেড এরিয়াতে কাজ করবে। সকালে উষ্ণ গরম জল দিয়ে ধুলেই দেখা যাবে চমক।
টমেটো হল প্রাকৃতিক অ্যান্টিসেপ্টিক যা হোয়াইট হেডস দূর করে। টমেটোর খোসা ছাড়িয়ে ম্যাস করে এই পাল্প ঘুমোতে যাওয়ার আগে লাগিয়ে রাখতে হবে। পুরো রাত এটি এফেক্টেড এরিয়াতে কাজ করবে। সকালে উষ্ণ গরম জল দিয়ে ধুলেই দেখা যাবে চমক।
advertisement
4/5
ব্রণর মত হোয়াইট হেডস তাড়াতেও এসেনশিয়াল অয়েল কার্যকর। এই তেল হোয়াইট হেডস সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করে। এক্ষেত্রে জল, ফেসওয়াশ, ক্লিনজার, টোনার কিংবা ফেসপ্যাকে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলে মিলবে উপকার।
ব্রণর মত হোয়াইট হেডস তাড়াতেও এসেনশিয়াল অয়েল কার্যকর। এই তেল হোয়াইট হেডস সৃষ্টিকারী ব্যাকটেরিয়াকে দূর করে। এক্ষেত্রে জল, ফেসওয়াশ, ক্লিনজার, টোনার কিংবা ফেসপ্যাকে টি ট্রি অয়েল মিশিয়ে ব্যবহার করলে মিলবে উপকার।
advertisement
5/5
ব্যবহৃত টি-ব্যাগ হোয়াইট হেডস নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি টি ব্যাগের ভেতরে থাকা উপাদানগুলো নিয়ে তারপর আক্রান্ত অংশে ৪-৫ মিনিট রাব করতে হবে। সপ্তাহে ২ বার করলেই অনেকখানি উপকার মিলবে।
ব্যবহৃত টি-ব্যাগ হোয়াইট হেডস নিরাময়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি টি ব্যাগের ভেতরে থাকা উপাদানগুলো নিয়ে তারপর আক্রান্ত অংশে ৪-৫ মিনিট রাব করতে হবে। সপ্তাহে ২ বার করলেই অনেকখানি উপকার মিলবে।
advertisement
advertisement
advertisement