রাতে ঘুমোতে যাওয়ার আগে 'এই বীজের' তেল মেখে দেখুন! সকালে উঠবেন দুধের মতো উজ্জ্বল ত্বক নিয়ে!
- Published by:Tias Banerjee
Last Updated:
এই তেল সব বয়স ও সব ত্বকের জন্য নিরাপদ এবং কার্যকর। বাজারে সহজলভ্য, প্রাকৃতিক, এবং দামী বিউটি প্রোডাক্টের তুলনায় অনেকটাই সস্তা ও দীর্ঘস্থায়ী।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
এছাড়াও, চিয়া সিড অয়েল বয়সজনিত ত্বকের পরিবর্তন রোধ করতে সক্ষম। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের ইলাস্টিসিটি কমে গিয়ে বলিরেখা পড়ে। চিয়া সিড অয়েলে থাকা অ্যান্টিঅক্সিড্যান্ট ফ্রি র্যাডিক্যালের ক্ষতি থেকে ত্বককে রক্ষা করে, ফলে ত্বক টানটান থাকে ও মুখ আগের চেয়ে তরুণ দেখায়। শুধু মুখেই নয়, এটি হাত, গলা, এমনকি ঠোঁটেও ব্যবহার করা যায়, যার ফলে সম্পূর্ণ ত্বক পায় পুষ্টি ও কোমলতা।
advertisement
কী ভাবে ব্যবহার করবেন? চিয়া সিড অয়েল ব্যবহার করা অত্যন্ত সহজ। রাতে ঘুমোনোর আগে মুখে কয়েক ফোঁটা তেল নিয়ে হালকা হাতে ম্যাসাজ করুন। চাইলে আপনার প্রিয় নাইটক্রিম বা লোশনে কয়েক ফোঁটা মিশিয়েও ব্যবহার করতে পারেন। অনেকে এটি মধু বা অ্যালো ভেরা জেলের সঙ্গে মিশিয়ে ফেস প্যাক হিসেবেও ব্যবহার করেন। তবে যদি আপনার ত্বক অতিসংবেদনশীল হয়, তাহলে আগে একবার প্যাচ টেস্ট করে নেওয়া ভাল।
advertisement