Skin Care: ত্বকে ভাঁজ, বলিরেখা, সান-ট্যান, পিগমেন্টেশন? রাতে মুখে মাখুন ছোট্ট এই জিনিস, সকালেই গায়েব 'রিঙ্কল', সান-ট্যান,দাগছোপ

Last Updated:
অল্প বয়সেই ত্বকে ভাঁজ? ত্বক কুঁচকে গিয়েছে? ত্বকে বলিরেখা বা রিঙ্কল? পার্লাারে ছুটতে হবে না! মাখতে হবে না গাদাগাদা টাকার ব্র্যান্ডেড ক্রিম লোশন, একটা ঘরোয়া টোটকাকেই ত্বক টানটান হবে রাতারাতি ভ্যানিশ বলিরেখা
1/6
অল্প বয়সেই ত্বকে ভাঁজ? ত্বক কুঁচকে গিয়েছে? ত্বকে বলিরেখা বা রিঙ্কল? পার্লাারে ছুটতে হবে না! মাখতে হবে না গাদাগাদা টাকার ব্র্যান্ডেড ক্রিম লোশন, একটা ঘরোয়া টোটকাকেই ত্বক টানটান হবে রাতারাতি ভ্যানিশ বলিরেখা! শুধু রাতে ঘুমাতে যাওয়ার আগে মেখে নিন ছোট্ট এই জিনিসImage: News18
অল্প বয়সেই ত্বকে ভাঁজ? ত্বক কুঁচকে গিয়েছে? ত্বকে বলিরেখা বা রিঙ্কল? পার্লাারে ছুটতে হবে না! মাখতে হবে না গাদাগাদা টাকার ব্র্যান্ডেড ক্রিম লোশন, একটা ঘরোয়া টোটকাকেই ত্বক টানটান হবে রাতারাতি ভ্যানিশ বলিরেখা! শুতু রাতে ঘুমাতে যাওয়ার আগে মেখে নিন ছোট্ট এই জিনিসImage: News18
advertisement
2/6
ত্বক বিশেষজ্ঞরা বলেন, রাতে ঘুমানোর আগে মুখে দেশি ঘি লাগান। এতে শুধু বলিরেখাই গায়েব হয় না, ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ও জেল্লাও ফিরে আসে।Image: News18
ত্বক বিশেষজ্ঞরা বলেন, রাতে ঘুমানোর আগে মুখে দেশি ঘি লাগান। এতে শুধু বলিরেখাই গায়েব হয় না, ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা ও জেল্লাও ফিরে আসে।Image: News18
advertisement
3/6
কেন ঘি লাগাবেন? দেশি ঘিতে রয়েছে ভিটামিন A, D, E ও K। পাশাপাশি থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি ত্বকের কোষ মেরামত করতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ভিতর থেকে হাইড্রেট করে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে ঘি মুখে লাগালে ত্বক নরম,মসৃণ ও উজ্জ্বল থাকে। ত্বকে বলিরেখা পড়ে না, পড়লেও তা গায়েব হয়। Image: News18
কেন ঘি লাগাবেন?দেশি ঘিতে রয়েছে ভিটামিন A, D, E ও K। পাশাপাশি থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি ত্বকের কোষ মেরামত করতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ভিতর থেকে হাইড্রেট করে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে ঘি মুখে লাগালে ত্বক নরম,মসৃণ ও উজ্জ্বল থাকে। ত্বকে বলিরেখা পড়ে না, পড়লেও তা গায়েব হয়।Image: News18
advertisement
4/6
রাতে ঘি লাগানোর সঠিক উপায় কী? রাতে মুখে ঘি লাগানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। মুখ শুকিয়ে গেলে এক চামচ খাঁটি দেশি ঘি নিয়ে আঙুলের সাহায্যে ধীরে ধীরে মাসাজ করুন। এমনভাবে মাসাজ করুন যাতে ঘি পুরোপুরি ত্বকের মধ্যে মিশে যায়। এই অবস্থায় ঘুমিয়ে পড়ুন। সারা রাত ত্বক ঘি শুষে নেবে। সকালে হালকা কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন। Image: News18
রাতে ঘি লাগানোর সঠিক উপায় কী?রাতে মুখে ঘি লাগানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। মুখ শুকিয়ে গেলে এক চামচ খাঁটি দেশি ঘি নিয়ে আঙুলের সাহায্যে ধীরে ধীরে মাসাজ করুন। এমনভাবে মাসাজ করুন যাতে ঘি পুরোপুরি ত্বকের মধ্যে মিশে যায়। এই অবস্থায় ঘুমিয়ে পড়ুন। সারা রাত ত্বক ঘি শুষে নেবে। সকালে হালকা কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।Image: News18
advertisement
5/6
সপ্তাহে ৩-৪ বার রাতে ত্বকে ঘি মাখলে ত্বকের ভোল বদলে যাবে। Image: News18
সপ্তাহে ৩-৪ বার রাতে ত্বকে ঘি মাখলে ত্বকের ভোল বদলে যাবে।Image: News18
advertisement
6/6
কারা ত্বকে ঘি লাগাবেন না? যদিও দেশি ঘি সব ধরনের ত্বকের জন্য উপকারী, তবে যাঁদের ত্বক খুব বেশি তৈলাক্ত বা যাঁদের ব্রণের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই ঘি লাগানোর আগে প্যাচ টেস্ট করা উচিত। ঘি লাগানোর পরে যদি কোনও ধরনের জ্বালা বা চুলকানি অনুভব করেন, তাহলে সঙ্গে সঙ্গে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না।Image: News18
কারা ত্বকে ঘি লাগাবেন না? যদিও দেশি ঘি সব ধরনের ত্বকের জন্য উপকারী, তবে যাঁদের ত্বক খুব বেশি তৈলাক্ত বা যাঁদের ব্রণের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই ঘি লাগানোর আগে প্যাচ টেস্ট করা উচিত। ঘি লাগানোর পরে যদি কোনও ধরনের জ্বালা বা চুলকানি অনুভব করেন, তাহলে সঙ্গে সঙ্গে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না।Image: News18
advertisement
advertisement
advertisement