Skin Care: ত্বকে ভাঁজ, বলিরেখা, সান-ট্যান, পিগমেন্টেশন? রাতে মুখে মাখুন ছোট্ট এই জিনিস, সকালেই গায়েব 'রিঙ্কল', সান-ট্যান,দাগছোপ
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
অল্প বয়সেই ত্বকে ভাঁজ? ত্বক কুঁচকে গিয়েছে? ত্বকে বলিরেখা বা রিঙ্কল? পার্লাারে ছুটতে হবে না! মাখতে হবে না গাদাগাদা টাকার ব্র্যান্ডেড ক্রিম লোশন, একটা ঘরোয়া টোটকাকেই ত্বক টানটান হবে রাতারাতি ভ্যানিশ বলিরেখা
advertisement
advertisement
কেন ঘি লাগাবেন?দেশি ঘিতে রয়েছে ভিটামিন A, D, E ও K। পাশাপাশি থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিড্যান্ট। এটি ত্বকের কোষ মেরামত করতে সাহায্য করে। ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং ভিতর থেকে হাইড্রেট করে। প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখে ঘি মুখে লাগালে ত্বক নরম,মসৃণ ও উজ্জ্বল থাকে। ত্বকে বলিরেখা পড়ে না, পড়লেও তা গায়েব হয়।Image: News18
advertisement
রাতে ঘি লাগানোর সঠিক উপায় কী?রাতে মুখে ঘি লাগানোর আগে ভালোভাবে মুখ পরিষ্কার করে নিন। মুখ শুকিয়ে গেলে এক চামচ খাঁটি দেশি ঘি নিয়ে আঙুলের সাহায্যে ধীরে ধীরে মাসাজ করুন। এমনভাবে মাসাজ করুন যাতে ঘি পুরোপুরি ত্বকের মধ্যে মিশে যায়। এই অবস্থায় ঘুমিয়ে পড়ুন। সারা রাত ত্বক ঘি শুষে নেবে। সকালে হালকা কোনও ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিন।Image: News18
advertisement
advertisement
কারা ত্বকে ঘি লাগাবেন না? যদিও দেশি ঘি সব ধরনের ত্বকের জন্য উপকারী, তবে যাঁদের ত্বক খুব বেশি তৈলাক্ত বা যাঁদের ব্রণের সমস্যা রয়েছে, তাদের অবশ্যই ঘি লাগানোর আগে প্যাচ টেস্ট করা উচিত। ঘি লাগানোর পরে যদি কোনও ধরনের জ্বালা বা চুলকানি অনুভব করেন, তাহলে সঙ্গে সঙ্গে পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলুন এবং চিকিৎসকের পরামর্শ ছাড়া এটি ব্যবহার করবেন না।Image: News18