Skin Care: ত্বকের রং শ্যামলা? যেমন-তেমন ভাবে নয়, এইভাবে যত্ন নিন ত্বকের, ত্বক খিলখিলিয়ে উঠবে

Last Updated:
ত্বকের রং যদি শ্যামলা হয়, তবে বিশেষ যত্ন নিতে হবে। কী করবেন? জানাচ্ছেন ত্বক বিশেষজ্ঞ
1/5
গায়ের রং আজকের পৃথিবীতে তেমন মাথা ব্যথার কারণ নয় কারও কাছেই। শ্যামলা রং ধরে রাখার জন্য পাগল পৃথিবীর অনেক নারীই। তাঁরা মনে করেন ফর্সা নয়,একটু চাপা গায়ের রং-ই বেশি আকর্ষণীয়। তবে ত্বকের রং শ্যামলা হলে ত্বকের বিশেষ যত্ন নিতে হবে, কীভাবে? জানাচ্ছেন ত্বক বিশেষজ্ঞ পিঙ্কি মণ্ডল।
গায়ের রং আজকের পৃথিবীতে তেমন মাথা ব্যথার কারণ নয় কারও কাছেই। শ্যামলা রং ধরে রাখার জন্য পাগল পৃথিবীর অনেক নারীই। তাঁরা মনে করেন ফর্সা নয়,একটু চাপা গায়ের রং-ই বেশি আকর্ষণীয়। তবে ত্বকের রং শ্যামলা হলে ত্বকের বিশেষ যত্ন নিতে হবে, কীভাবে? জানাচ্ছেন ত্বক বিশেষজ্ঞ পিঙ্কি মণ্ডল।
advertisement
2/5
শ্যামলা ত্বকে বলিরেখা দেখা দেয় অনেক দেরিতে। ব্রণ ও রোদের কারণে সানবার্ন হয় খুব তাড়াতাড়ি। সে কারণে খুব করে জল পান করতে হবে। প্রতিদিন নিয়ম মেনে ক্লিনজিং,টোনিং,ময়েশ্চারাইজিং করতে হবে।
শ্যামলা ত্বকে বলিরেখা দেখা দেয় অনেক দেরিতে। ব্রণ ও রোদের কারণে সানবার্ন হয় খুব তাড়াতাড়ি। সে কারণে খুব করে জল পান করতে হবে। প্রতিদিন নিয়ম মেনে ক্লিনজিং,টোনিং, ময়েশ্চারাইজিং করতে হবে।
advertisement
3/5
সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। ভারতীয় আবহাওয়ায় এসপিএফ ৪০-৫০ র মধ্যে ব্যবহার করতে পারলে ভাল। বাইরে থেকে বাড়ি ফিরলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুতে হবে, এর ফলে সারাদিন রোদে পোড়া ত্বক অনেকটাই আরাম পাবে।
সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। ভারতীয় আবহাওয়ায় এসপিএফ ৪০-৫০ র মধ্যে ব্যবহার করতে পারলে ভাল। বাইরে থেকে বাড়ি ফিরলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুতে হবে, এর ফলে সারাদিন রোদে পোড়া ত্বক অনেকটাই আরাম পাবে।
advertisement
4/5
ত্বক চর্চায় ঘরোয়া নানান জিনিস ব্যবহার করতে পারেন। এসেনশিয়াল অয়েল ও নারকেল তেল খুব ভাল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এতে ত্বকে একটা চকচকে ভাব আসবে।
ত্বক চর্চায় ঘরোয়া নানান জিনিস ব্যবহার করতে পারেন। এসেনশিয়াল অয়েল ও নারকেল তেল খুব ভাল প্রাকৃতিক ময়েশ্চারাইজার। এতে ত্বকে একটা চকচকে ভাব আসবে।
advertisement
5/5
ত্বক বিশেষজ্ঞ পিঙ্কি মণ্ডল জানান,
ত্বক বিশেষজ্ঞ পিংকি মন্ডল জানান, " বাজার চলতি ফর্সা হওয়ার ক্রিম ব্যবহার না করাই ভাল। শ্যামলা ত্বকের যত্ন নিতে হলে দুধের সর,মুলতানি মাটি,পাকা পেঁপে মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। এই প্যাক রোদে পোড়া দাগ দূর করে।
advertisement
advertisement
advertisement