অভিনেত্রী নেহা শর্মা এবং বোন আইশা শর্মা লেন্সবন্দি হলেন জিম-পোশাকে৷ ফুটে উঠল তাঁদের সুপারফিট শরীর (Neha Sharma and Aisha Sharma spotted flaunting their gym look)৷ (Photo: Viral Bhayani) ওয়ার্ক আউট সেশনের পর জিমের সামনে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেন নেহা-আইশা৷ (Photo: Viral Bhayani) জিম আউটিং হিসেবে নেহা-আইশা পরেছিলেন কোঅর্ডস৷ নেহার পরনে মেরুন কো-অর্ড৷ আইশার পছন্দ ধূসর৷ (Photo: Viral Bhayani) ওয়ার্ক আউট পোশাকে দুই বোনকেই দেখাচ্ছে সুপার স্টাইলিশ৷ (Photo: Viral Bhayani) ‘ক্রুক’ এবং ‘তুম বিন ২’ ছবিতে অভিনয় করেছেন নেহা৷ আইশা অবশ্য মডেল৷ শোনা যাচ্ছে খুব শিগগির তিনি বলিউডে পা রাখবেন৷ (Photo: Viral Bhayani) কেতাদুরস্ত পোশাকে ও ভঙ্গিতে আইশা মাঝে মাঝেই ছবি পোস্ট করেন ইনস্টাগ্রামে৷ (Photo: Viral Bhayani.)