Sikkim Rain Landslide News: বৃষ্টির দাপটে বিধ্বস্ত সিকিম, বেড়াতে গিয়ে আটকে পড়েছেন? কী করবেন, রইল খুঁটিনাটি হদিশ
- Published by:Raima Chakraborty
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
Sikkim Rain Landslide News: সিকিম পাহাড়ে আটকে রয়েছেন? কিংবা আপনার কোনও পরিজন রয়েছে সেখানে আর আপনার চিন্তায় ঘুম উড়েছে? তা হলে রইল স্বস্তির খবর।
advertisement
advertisement
advertisement
ইতিমধ্যেই বাড়ির পথে রওনা দিলেন সিকিমে আটকে থাকা পর্যটকরা। সোমবার থেকেই চলছে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকার্য। আবহাওয়া প্রতিকূল থাকলেও তার মধ্যেই খানিক আবহাওয়ার উন্নতি হতেই অল্প অল্প করে পর্যটকদের উদ্ধারকার্য চালানো হচ্ছিল প্রশাসনের তরফে। তবে, এখনও আটকে রয়েছেন প্রায় জনা তিরিশেক পর্যটক এমনটাই সূত্রের খবর।
advertisement
বুধবার আবহওয়া ঠিক থাকলে তাঁদের উদ্ধার করা যাবে বলে আশাবাদী প্রশাসন। প্রশাসনের পাশাপাশি উদ্ধার কাজে হাত লাগিয়েছে স্থানীয়রাও। আবহাওয়ার উন্নতি হলেই আকাশপথে কিংবা বিকল্প সড়কপথে পর্যটকদের নিরাপদ স্থানে পৌঁছে দেওয়া হবে বলে জানা গিয়েছে। বাগডোগরায় ছ'টি হেলিকপ্টার পর্যটকদের নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলে সূত্রের খবর রয়েছে।
advertisement
advertisement