Sickle Cell Anemia: ক্যানসার-ডায়াবেটিস নিয়ে তো অনেক ভয় পান, জানেন কি সিকল সেল অ্যানিমিয়াতে ভেঙে যায় হিমগ্লোবিন, পরিণতি ভয়ানক, জানুন আপনার শরীরে বাসা বাধেনি তো এই মারণ রোগ

Last Updated:
Sickle Cell Anemia: সিকেল সেল অ্যানিমিয়া কী, কতটা বিপজ্জনক! রোগের প্রকোপ কমাতে বিশেষ সচেতনতা
1/8
দক্ষিণ দিনাজপুর : সিকেল সেল ডিজিজ বা অ্যানিমিয়া নিয়ে তেমন ভাবে সচেতনতা নেই, জানেন এই রোগে ঠিক কী হয়? সিকেল সেল অ্যানিমিয়া হল এক ধরণের সিকেল সেল রোগ, যা বংশগত রক্তের ব্যাধির একটি গ্রুপ। এই অবস্থায়, লোহিত রক্তকণিকা, যা সাধারণত সারা শরীরে অক্সিজেন বহন করে, হিমোগ্লোবিন এস নামক একটি অস্বাভাবিক ধরণের হিমোগ্লোবিন ধারণ করে।
দক্ষিণ দিনাজপুর : সিকেল সেল ডিজিজ বা অ্যানিমিয়া নিয়ে তেমন ভাবে সচেতনতা নেই, জানেন এই রোগে ঠিক কী হয়? সিকেল সেল অ্যানিমিয়া হল এক ধরণের সিকেল সেল রোগ, যা বংশগত রক্তের ব্যাধির একটি গ্রুপ। এই অবস্থায়, লোহিত রক্তকণিকা, যা সাধারণত সারা শরীরে অক্সিজেন বহন করে, হিমোগ্লোবিন এস নামক একটি অস্বাভাবিক ধরণের হিমোগ্লোবিন ধারণ করে।
advertisement
2/8
এই অস্বাভাবিক হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্তকণিকা শক্ত এবং আঠালো হয়ে যায় এবং তারা কাস্তে বা অর্ধচন্দ্রের আকার ধারণ করতে পারে।
এই অস্বাভাবিক হিমোগ্লোবিনের কারণে লোহিত রক্তকণিকা শক্ত এবং আঠালো হয়ে যায় এবং তারা কাস্তে বা অর্ধচন্দ্রের আকার ধারণ করতে পারে।
advertisement
3/8
লোহিত রক্তকণিকা ছোট রক্তনালীতে রক্ত ​​প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে শরীরের বিভিন্ন অংশে তীব্র ব্যথা হয়। সিকেল কোষের আয়ুষ্কাল স্বাভাবিক লোহিত রক্তকণিকার তুলনায় কম থাকে, যার ফলে সুস্থ লোহিত রক্তকণিকার ঘাটতি (রক্তাল্পতা) এবং ক্লান্তি, শ্বাসকষ্ট এবং ফ্যাকাশে ত্বকের মতো লক্ষণ দেখা দেয়।
লোহিত রক্তকণিকা ছোট রক্তনালীতে রক্ত ​​প্রবাহকে বাধাগ্রস্ত করতে পারে, যার ফলে শরীরের বিভিন্ন অংশে তীব্র ব্যথা হয়। সিকেল কোষের আয়ুষ্কাল স্বাভাবিক লোহিত রক্তকণিকার তুলনায় কম থাকে, যার ফলে সুস্থ লোহিত রক্তকণিকার ঘাটতি (রক্তাল্পতা) এবং ক্লান্তি, শ্বাসকষ্ট এবং ফ্যাকাশে ত্বকের মতো লক্ষণ দেখা দেয়।
advertisement
4/8
গ্রাম্য এলাকার বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ নিয়ে কোনরকম সচেতনতা নেই। ফলে বিভিন্ন রকম রোগের শিকার হচ্ছেন গ্রাম এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, আর্থিক সঙ্গতি না থাকার কারণে খাবার মান তাদের উন্নত নয়।
গ্রাম্য এলাকার বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের মধ্যে অ্যানিমিয়া বা সিকেল সেল ডিজিজ নিয়ে কোনরকম সচেতনতা নেই। ফলে বিভিন্ন রকম রোগের শিকার হচ্ছেন গ্রাম এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ। সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষ, আর্থিক সঙ্গতি না থাকার কারণে খাবার মান তাদের উন্নত নয়।
advertisement
5/8
ফলস্বরূপ জেলায় বাড়ছে সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্তের সংখ্যা। এছাড়াও নানারকম সচেতনতার অভাব রয়েছে। এবার সেই সচেতনতা গড়ে তুলতেই দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে বালুরঘাটে সিকেল সেল অ্যানিমিয়া অবজারভেশন ডে পালন করা হল।
ফলস্বরূপ জেলায় বাড়ছে সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্তের সংখ্যা। এছাড়াও নানারকম সচেতনতার অভাব রয়েছে। এবার সেই সচেতনতা গড়ে তুলতেই দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের উদ্যোগে বালুরঘাটে সিকেল সেল অ্যানিমিয়া অবজারভেশন ডে পালন করা হল।
advertisement
6/8
পাশাপাশি এদিন জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগামী ১৫ দিনের জন্য একটি ভ্রাম্যমান প্রচার গাড়ির সূচনা করলেন জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই গাড়িটি দক্ষিণ দিনাজপুর জেলার বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশেষভাবে প্রচার অভিযান অভিযান চালানো হবে বলে জানা যায়।
পাশাপাশি এদিন জেলা স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে আগামী ১৫ দিনের জন্য একটি ভ্রাম্যমান প্রচার গাড়ির সূচনা করলেন জেলা শাসক ও জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক। এই গাড়িটি দক্ষিণ দিনাজপুর জেলার বিশেষ করে আদিবাসী অধ্যুষিত এলাকায় বিশেষভাবে প্রচার অভিযান অভিযান চালানো হবে বলে জানা যায়।
advertisement
7/8
মূলত দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্তের সংখ্যা। মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় এই রোগ দেখা যাচ্ছে। তাই এই রোগের সংক্রমণ রুখতে বিশেষ উদ্যোগ নেওয়া হল জেলায়। অ্যানিমিয়া হল এমন একটি রোগ যেখানে একজনের রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের সংখ্যা স্বাভাবিক সংখ্যার তুলনায় কম থাকে। তাদের রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায় ও তার জেরে নানান স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হোন আক্রান্তরা।
মূলত দক্ষিণ দিনাজপুর জেলায় বাড়ছে সিকেল সেল অ্যানিমিয়ায় আক্রান্তের সংখ্যা। মূলত আদিবাসী অধ্যুষিত এলাকায় এই রোগ দেখা যাচ্ছে। তাই এই রোগের সংক্রমণ রুখতে বিশেষ উদ্যোগ নেওয়া হল জেলায়। অ্যানিমিয়া হল এমন একটি রোগ যেখানে একজনের রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিনের সংখ্যা স্বাভাবিক সংখ্যার তুলনায় কম থাকে। তাদের রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা হ্রাস পায় ও তার জেরে নানান স্বাস্থ্য সমস্যার মুখোমুখি হোন আক্রান্তরা।
advertisement
8/8
এই অ্যানিমিয়া রোগ কী, কাদের হয়, কেন হয়, কতটা বিপজ্জনক, সে ব্যাপারে দেশের অধিকাংশ মানুষই অজ্ঞ। সেইসব বিষয়ে সঠিক ধারণা জন্মাতে আজ থেকে এই ভ্রাম্যমাণ গাড়ি আগামী দুই সপ্তাহ জেলার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় ঘুরবে। এবং স্কিনিং করবে। যাতে করে এই রোগের প্রকোপ কমে। জেলা জুড়েই চলবে এই বিশেষ সচেতনতা শিবির। Input- Susmita Goswami 
এই অ্যানিমিয়া রোগ কী, কাদের হয়, কেন হয়, কতটা বিপজ্জনক, সে ব্যাপারে দেশের অধিকাংশ মানুষই অজ্ঞ। সেইসব বিষয়ে সঠিক ধারণা জন্মাতে আজ থেকে এই ভ্রাম্যমাণ গাড়ি আগামী দুই সপ্তাহ জেলার বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় ঘুরবে। এবং স্কিনিং করবে। যাতে করে এই রোগের প্রকোপ কমে। জেলা জুড়েই চলবে এই বিশেষ সচেতনতা শিবির। Input- Susmita Goswami
advertisement
advertisement
advertisement