Hair Care Tips:চুলে খুশকির সমস্যা? মুঠোমুঠো চুল উঠছে? ব্যবহার করুন এই অ্যাসিড, লাগালেই ম্যজিক
- Published by:Debolina Adhikari
- news18 bangla
Last Updated:
যদি চুলে রঙ করে থাকেন, সেক্ষেত্রে এই উপাদান ব্যবহার করুন৷ অনেক ক্ষেত্রে বেশি শ্যাম্পু ব্যবহার করলে চুলের রঙ হালকা হয়ে যেতে পারে৷ আপেল সাইডার ভিনিগারে এই ধরনের কোনও সমস্যা হয় না৷
কালো ঘন চুল এখন অতীত৷ দূষণের কারণ হোক বা ক্ষতিকর কেমিক্যালের ব্যবহার চুলের অবস্থা ক্রমশই তথৈবচ৷ বিল্ড আপের সমস্যা বা ড্যানড্রফের কারণে মুঠো মুঠো চুল উঠছে৷ এই সমস্যা কমাতে শ্যাম্পু থেকে তেল কত কিছুরই ব্যবহার করলেন৷ এবার না হয় মাথার ত্বকে একটু আপেল সাইডার ব্যবহার করে দেখুন৷ ওজন কমাতে এর ব্যবহার নতুন নয়৷ চুলের যত্নেও এর ব্যবহার করা করুন৷ ফল কিন্তু হাতে নাতে পাবেন৷
advertisement
advertisement
শ্যাম্পুর বদলে এই ভিনিগার দিব্যি ব্যবহার করতে পারেন৷ মাথার ত্বকে জমে থাকা ধুলোবালি এতে সহজেই পরিষ্কার হয়ে যায়৷ বিশেষ করে যদি চুলে রঙ করে থাকেন, সেক্ষেত্রে এই ভিনিগার ব্যবহার করুন৷ অনেক ক্ষেত্রে বেশি শ্যাম্পু ব্যবহার করলে চুলের রঙ হালকা হয়ে যেতে পারে৷ আপেল সাইডার ভিনিগারে এই ধরনের কোনও সমস্যা হয় না৷
advertisement
advertisement