Relationship Tips|| উইকেন্ডে শরীরে মিশুক শরীর! উন্মত্ত আদরে এভাবেই সম্পর্ক হবে আরও রঙিন-মজবুত, রইল সুপারহিট টিপস

Last Updated:
Relationship Tips: সপ্তাহান্ত মানেই এক চিলতে উত্তুরে হাওয়া বইবে জীবনে। কিছু একটু নতুনত্ব আসবে, রঙিন হয়ে উঠতে পারে আপনাদের প্রেম, সম্পর্ক। তবে কীভাবে সম্পর্ককে আরও রঙিন করবেন? রইল টিপস ...
1/10
*একেবারে দোরগোড়ায় চলে এসেছে শীত। আর শীত মানেই সম্পর্কের উষ্ণতাকে আরও একবার ঝালিয়ে নেওয়ার পালা। সারা সপ্তাহের কাজের চাপের পর এই উইকএন্ডগুলোই সম্পর্কের বাঁধনগুলো আরও মজবুত করে। প্রতীকী ছবি। 
*একেবারে দোরগোড়ায় চলে এসেছে শীত। আর শীত মানেই সম্পর্কের উষ্ণতাকে আরও একবার ঝালিয়ে নেওয়ার পালা। সারা সপ্তাহের কাজের চাপের পর এই উইকএন্ডগুলোই সম্পর্কের বাঁধনগুলো আরও মজবুত করে। প্রতীকী ছবি। 
advertisement
2/10
*দাম্পত্য সম্পর্ক সুখের হোক বা না হোক, সেই সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করার দায়িত্ব আপনাদের দু'জনের ওপরেই। যে কোনও পরিস্থিতিতে তা ঝালিয়ে নেওয়ার দায়িত্বও আপনারই। দায়িত্ব আপনাকেই নিতে হবে, তাই সম্পর্ক ঝালিয়ে নিন নিজেরাই। সপ্তাহান্তগুলো উষ্ণ হয়ে উঠুক। প্রতীকী ছবি। 
*দাম্পত্য সম্পর্ক সুখের হোক বা না হোক, সেই সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে তা ঠিক করার দায়িত্ব আপনাদের দু'জনের ওপরেই। যে কোনও পরিস্থিতিতে তা ঝালিয়ে নেওয়ার দায়িত্বও আপনারই। দায়িত্ব আপনাকেই নিতে হবে, তাই সম্পর্ক ঝালিয়ে নিন নিজেরাই। সপ্তাহান্তগুলো উষ্ণ হয়ে উঠুক। প্রতীকী ছবি। 
advertisement
3/10
*সপ্তাহান্তের ছুটি চলেই এল। সপ্তাহান্ত মানেই এক চিলতে উত্তুরে হাওয়া বইবে জীবনে। কিছু একটু নতুনত্ব আসবে, রঙিন হয়ে উঠতে পারে আপনাদের প্রেম, সম্পর্ক। তবে কীভাবে সম্পর্ককে আরও রঙিন করবেন? রইল কিছু সহজ টিপস... প্রতীকী ছবি। 
*সপ্তাহান্তের ছুটি চলেই এল। সপ্তাহান্ত মানেই এক চিলতে উত্তুরে হাওয়া বইবে জীবনে। কিছু একটু নতুনত্ব আসবে, রঙিন হয়ে উঠতে পারে আপনাদের প্রেম, সম্পর্ক। তবে কীভাবে সম্পর্ককে আরও রঙিন করবেন? রইল কিছু সহজ টিপস... প্রতীকী ছবি। 
advertisement
4/10
*একসঙ্গে রান্না করুনঃ অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে রান্না করতে মোটে ভাল লাগে। কিন্তু সামনের দু'টো দিন ছুটি যখন, তখন দু’জনে মিলে ঢুকে পড়ুন রান্নাঘরে। রান্না করুন নিজেদের পছন্দের খাবার। কোথায় আছে রান্না করলে একঘেয়েমি কেটে যায়। ফলে এতেও একঘেয়েমি কাটবে। আপনাদের সম্পর্কের কেমিস্ট্রি বদলাবে। প্রতীকী ছবি। 
*একসঙ্গে রান্না করুনঃ অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে রান্না করতে মোটে ভাল লাগে। কিন্তু সামনের দু'টো দিন ছুটি যখন, তখন দু’জনে মিলে ঢুকে পড়ুন রান্নাঘরে। রান্না করুন নিজেদের পছন্দের খাবার। কোথায় আছে রান্না করলে একঘেয়েমি কেটে যায়। ফলে এতেও একঘেয়েমি কাটবে। আপনাদের সম্পর্কের কেমিস্ট্রি বদলাবে। প্রতীকী ছবি। 
advertisement
5/10
*একসঙ্গে হাঁটতে বেরোনঃ খাওয়াদাওয়ার পরেই শুতে যাবেন না। বরং হালকা ঠান্ডার আমেজ গায়ে মেখে দু’জনে মিলে একটু বাইরে বা হেঁটে আসুন। রাতে রাস্তায় বেরোনো নিরাপদ মনে না হলে বাড়ির ছাদে বা বারান্দাতে হাঁটুন। প্রতীকী ছবি। 
*একসঙ্গে হাঁটতে বেরোনঃ খাওয়াদাওয়ার পরেই শুতে যাবেন না। বরং হালকা ঠান্ডার আমেজ গায়ে মেখে দু’জনে মিলে একটু বাইরে বা হেঁটে আসুন। রাতে রাস্তায় বেরোনো নিরাপদ মনে না হলে বাড়ির ছাদে বা বারান্দাতে হাঁটুন। প্রতীকী ছবি। 
advertisement
6/10
*সবাই মিলে গল্প করুনঃ যদি সন্তান থাকে, সেক্ষেত্রে দু’জনে মিলে তার সঙ্গে সময় কাটান। গল্প করুন, বাচ্চাকে গল্প বলুন, একসঙ্গে ছবি আঁকুন। সপ্তাহান্তের ছুটি অনেক আনন্দে কাঠবে। প্রতীকী ছবি। 
*সবাই মিলে গল্প করুনঃ যদি সন্তান থাকে, সেক্ষেত্রে দু’জনে মিলে তার সঙ্গে সময় কাটান। গল্প করুন, বাচ্চাকে গল্প বলুন, একসঙ্গে ছবি আঁকুন। সপ্তাহান্তের ছুটি অনেক আনন্দে কাঠবে। প্রতীকী ছবি। 
advertisement
7/10
*মাসাজ নিতে পারেনঃ সারা সপ্তাহের ক্লান্তির পর একটা ফুট বা শোল্ডার মাসাজ নিন। স্বামী-স্ত্রী একে অপরকে পালা করে মাসাজ করে দিতে পারেন। এতে যেমন ক্লান্তি কাটবে, তেমনই সম্পর্ক আরও জমে উঠবে। প্রতীকী ছবি। 
*মাসাজ নিতে পারেনঃ সারা সপ্তাহের ক্লান্তির পর একটা ফুট বা শোল্ডার মাসাজ নিন। স্বামী-স্ত্রী একে অপরকে পালা করে মাসাজ করে দিতে পারেন। এতে যেমন ক্লান্তি কাটবে, তেমনই সম্পর্ক আরও জমে উঠবে। প্রতীকী ছবি। 
advertisement
8/10
*জোর দিন ফোরপ্লের উপরেঃ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল হতে হবে। অভিজ্ঞতা সুন্দর হয়ে ওঠার জন্য ফোরপ্লে খুব জরুরি। তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে পরস্পরের সঙ্গে আদর খেলায় মেতে উঠুন। প্রতীকী ছবি। 
*জোর দিন ফোরপ্লের উপরেঃ শারীরিক সম্পর্কের ক্ষেত্রে যত্নশীল হতে হবে। অভিজ্ঞতা সুন্দর হয়ে ওঠার জন্য ফোরপ্লে খুব জরুরি। তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে পরস্পরের সঙ্গে আদর খেলায় মেতে উঠুন। প্রতীকী ছবি। 
advertisement
9/10
*সেক্স টয়ের সাহায্য নিতে পারেনঃ সম্পর্কে একটু এক্সপেরিমেন্ট চাইলে বিছানায় নিয়ে আসুন রকমারি সেক্স টয়। নানা ধরনের সেক্স টয় অনলাইন শপগুলোয় পাওয়া যায়। এমনকী সাধারণ রুমাল দিয়ে পার্টনারের চোখ বেঁধে দিয়েও দারুণ এক্সাইটিং পরিবেশ তৈরি করে ফেলা যায়। এ ভাবে মেতে উঠতে পারেন সপ্তাহান্তে। প্রতীকী ছবি। 
*সেক্স টয়ের সাহায্য নিতে পারেনঃ সম্পর্কে একটু এক্সপেরিমেন্ট চাইলে বিছানায় নিয়ে আসুন রকমারি সেক্স টয়। নানা ধরনের সেক্স টয় অনলাইন শপগুলোয় পাওয়া যায়। এমনকী সাধারণ রুমাল দিয়ে পার্টনারের চোখ বেঁধে দিয়েও দারুণ এক্সাইটিং পরিবেশ তৈরি করে ফেলা যায়। এ ভাবে মেতে উঠতে পারেন সপ্তাহান্তে। প্রতীকী ছবি। 
advertisement
10/10
*নিজের মনের কথা শুনুনঃ স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক খুবই স্বাভাবিক। আদরখেলায় মেতে ওঠার সময়ে শারীরিক ঘনিষ্ঠতা ঠিক কখন শুরু করবেন, সে ব্যাপারে যত্নশীল হন। পার্টনারের মনের কথা বুঝে নেওয়ার চেষ্টা করুন। সপ্তাহান্ত জমে যাবে। প্রতীকী ছবি।
*নিজের মনের কথা শুনুনঃ স্বামী-স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক খুবই স্বাভাবিক। আদরখেলায় মেতে ওঠার সময়ে শারীরিক ঘনিষ্ঠতা ঠিক কখন শুরু করবেন, সে ব্যাপারে যত্নশীল হন। পার্টনারের মনের কথা বুঝে নেওয়ার চেষ্টা করুন। সপ্তাহান্ত জমে যাবে। প্রতীকী ছবি।
advertisement
advertisement
advertisement